সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের শেষ শর্ট ফিল্ম ‘শনি রবি’র ট্রেলার প্রকাশ‍্যে

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের (soumitra chatterjee) শেষ শর্ট ফিল্ম (short film) ‘শনি রবি’। ইউটিউবে শর্ট ফিল্মটির ট্রেলার (trailer) প্রকাশ‍্যে এল আজ, ৪ জানুয়ারি। সাইঁথিয়া স্টারডাস্ট ক্রিয়েশানের তরফে তৈরি করা হয়েছে এই শর্ট ফিল্মটি। আগামী ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের জন্মদিনের দিন মুক্তি পাবে শর্ট ফিল্মটি।

আবির, অপরাজিতা ও রূপকথা এই তিনজনের ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি শর্ট ফিল্ম শনি রবি। আবিরের দাদুর চরিত্রে অভিনয় করেছেন।সৌমিত্র চট্টোপাধ‍্যায়। দাদু ও নাতির সম্পর্কের এক অনবদ‍্য রূপ উঠে আসবে এই শর্ট ফিল্মে।

বীরভূমের কুন্ডলা ও আশেপাশের গ্রামেই হয়েছে শর্ট ফিল্মের বেশিরভাগ শুটিং। পরে সৌমিত্র চট্টোপাধ‍্যায় অসুস্থ হয়ে পড়াতে শেষের দিকে কিছুটা শুটিং শোভাবাজারে বি কে পালের বাড়িতে হয়। সৌমিত্র ছাড়াও ছবিতে রয়েছে রনি দত্ত, বিদিশা ব‍্যানার্জি, ঐন্দ্রিলা সাহা, জনি দত্ত সহ আরো কয়েকজন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সকালে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আগের দিন রাতেই অবস্থা অত‍্যন্ত খারাপ হয়ে যায় তাঁর। পরিস্থিতি চিকিৎসকদের হাতের প্রায় বাইরে বেরিয়ে যায়। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

937754 soumitra chatterjee condolences
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অবস্থা সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের। করোনা মুক্ত হয়ে বাড়ি চলে যাওয়ার পর নতুন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের ভর্তি করা হয় হাসপাতালে। তারপর থেকেই কখনো ভাল কখনো খারাপ খবর শোনা যাচ্ছিল।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র। ১৪ নভেম্বর সকাল থেকে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকরা জানান, মাল্টি অরগ‍্যান ফেলিওর হয়েছে বর্ষীয়ান অভিনেতার। মস্তিষ্কও প্রায় অচল হয়ে গিয়েছে তাঁর।

চল্লিশ দিন ধরে ক্রমাগত মনের জোরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। চিকিৎসক সহ তাঁর অগুনতি অনুরাগীর প্রার্থনা ছিল, এই লড়াইয়ে জয়ী হোন বাঙালির ফেলুদা। আবারো একবার সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরে আসুন। কিন্তু সবার সব প্রার্থনা বিফলে দিয়ে চিরতরে চোখ বোজেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। তাঁর অভাব কোনোদিনই পূরণ হবে না চলচ্চিত্র জগতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর