গভীর রাতে ও পাটির জন্য দলীয় কর্মীদের নিয়ে পতাকা বাঁধলের সাংসদ সৌমিত্র খাঁ

উদয়ন বিশ্বাস, বাংলাহান্ট-লোকসভা ভোটের শেষ প্রচারে এসে তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে, বাংলা ছাড়তে হয়েছিল অমিত সাহ কে, তারপর ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর, বাংলায় বিজেপি দুটি আসন থেকে ১৮টি আসন পায় বিজেপি অর্থাৎ তৃণমূলের থেকে সামান্য কম এবং গোটা দেশে মোদি ঝড়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে বিরোধীরা।FB IMG 1569886895316

বাংলায় দুর্গাপূজার তৃতীয়া দিন পা রাখতে চলেছে ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ, তিনি এদিন কলকাতা বিমানবন্দর থেকে শহরের পাঁচতারা হোটেলে একটি গোপন মিটিং করবেন বিজেপি নেতাদের সাথে।

তারপর সেখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। কি করে আগামীদিন ভোটে লড়াই করতে হবে এবং বাংলায় এনআরসি ইস্যু যেভাবে তৃণমূল কার্যত বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে সেই নিয়ে এনআরসি বিস্তার প্রকাশ্যে জানাবেন এবং বিকালে সল্টলেকের একটি পুজোর উদ্বোধন করবেন বলে জানা গেছে। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য দপ্তর দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ কে তিনি কর্মীদের সাথে পতাকা বাঁধলেন এবং মানুষের সাথে থাকার বার্তা দিলেন। সৌমিত্র খাঁ কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি পার্টি তাকে যে দায়িত্ব দিয়েছে অমিত সাহ প্রোগ্রামের জন্য।

Screenshot 2019 1001 051059

সেখানে প্রতিটি বিষয়বস্তুর দিকে নজর রেখেছি,পার্টিকর্মীর আমাদের ভবিষ্যৎ তাদের সাথে নিয়ে ব্যানার ফেস্টুন তৈরি করছি এবং গতকাল যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে অমিত সাহের নেতাজি ইন্ডোরে প্রোগ্রামটি হয় সেই বিষয় দেখভাল করার জন্য আমি নেতাজী ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছিলাম। শহরের বিভিন্ন প্রান্তে বিজেপির পতাকা লাগানো হচ্ছে এবং তার মূল দায়িত্ব রয়েছে সৌমিত্র খাঁ এর উপর। তিনি গভীর রাত পর্যন্ত বিজেপির পতাকা,হোস্টিং এবং পার্টি কর্মীদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করলেন।

বিজেপির অন্তরের খবর একজন বিজেপির সাংসদ হিসাবে এরকম নজির বাংলা আগে কখনো হয়নি, কারণ একজন সাংসদ যেভাবে মাটিতে বসে গভীর রাত পর্যন্ত পতাকা তৈরি করলেন। তার জন্য যথেষ্ট প্রশংসনীয় কিন্তু সৌমিত্র খাঁ এই বিষয়ে তিনি বলেন আমরা দলের একজন কর্মী। দলের নির্দেশ দিচ্ছে সেই মতো আমরা সব পালন করতে প্রস্তুত। সৌমিত্র খাঁ দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিয়েছে বিজেপি বলে মনে করা হচ্ছে।

Screenshot 2019 1001 051115 1

আগামীদিন তিনি আরও বড় দায়িত্ব পাবেন বলে সূত্রে জানা যাচ্ছে। কারণ আগামী বছরই পৌরসভা নির্বাচন এবং তার পরের বছরই বিধানসভা নির্বাচন। সে বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাতে তৈরি করেছে বিজেপি। যুবনেতাদের কাজে লাগাতে চান বলে মনে করা হচ্ছে।

আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জনসভা করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি কি বার্তাদেন সেই দিকে তাকিয়ে বাংলার জনগন৷

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর