বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্য রাজনীতিতে একটি চর্চিত নাম হলেন বিজেপির সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বারবার তিনি বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছেন। কখনও দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে, আবার কখনও জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়াকে আলাদা রাজ্য ‘রাঢ়ভূমি” করার ডাক দিয়ে। ওনাকে নিয়ে এই ইস্যুতে অনেকবার বিতর্কের সৃষ্টি হলেও তিনি সেসবে কান না দিয়ে নিজের কাজে যে অনড়, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন।
কিছুদিন আগে রাজ্যের যুবমোর্চার পদ থেকে ইস্তফা দেওয়া সৌমিত্রবাবু কয়েক ঘণ্টা পরেই সেই ইস্তফা প্রত্যাহার করে নেন। ইস্তফা দেওয়ার পর তিনি লাইভে এসে দলের দুই নেতার বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন। কারও নাম না নিয়েই তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন।
যদিও, সেসব এখন অতীত। দু’দিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলীয় নেতাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। নাড্ডার সঙ্গে দেখা করে তিনি এও জানিয়েছেন যে, আগামী পঞ্চায়েত নির্বাচনে সবাইকে একসঙ্গে নিয়ে তৃণমূলকে শূন্য করা হবে।
এ তো গেল অতীতের কথা, এবার আসি বর্তমানে। সম্প্রতি সৌমিত্র খাঁ নিজের টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাকি নেতাদের সঙ্গে কী পার্থক্য রয়েছে, সেটা বুঝিয়ে দিয়েছেন। মোট তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই তিনটি ছবির মধ্যে একটিতে প্রধানমন্ত্রী মোদী, আর বাকি দুটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীকে দেখানো হয়েছে।
মোদী জি আর বাকিদের পার্থক্য @PMOIndia @narendramodi @JPNadda @OfficeofJPNadda @AmitShah @PMOIndia @ianuragthakur @JM_Scindia @byadavbjp @nityanandraibjp @nitin_gadkari @PiyushGoyal @blsanthosh @MenonArvindBJP @shivprakashbjp @BJP4Bengal @BJP4India pic.twitter.com/5pE71zgdWk
— Saumitra khan (@KhanSaumitra) July 19, 2021
আসলে সৌমিত্র খাঁ ছবি টুইট করে এটা বোঝাতে চেয়েছেন যে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও নিজের ছাতা নিজের ধরে রয়েছেন। আরেকদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মাথায় ছাতা ধরছেন একজন নিরাপত্তা রক্ষী।
প্রসঙ্গত, আজ সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, আর সেই সময় বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ছাতা নিজেই ধরে দাঁড়িয়েছিলেন। বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ, সেই দৃশ্য দেখেই অভিভূত হয়ে টুইটটি করেন।