ইস্তফা দিলেন বিজেপির রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ একসময় ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বর্তমান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তারপর ঘটে গিয়েছে একাধিক ঘটনা। আলাদা রাঢ়বঙ্গের দাবি তোলায় দলের কাছে যথেষ্ট বিরূপ মন্তব্য সহ্য করতে হয়েছে তাকে। অবশ্য সুর বদলানোর তেমন কোনো আভাস পাওয়া যায়নি। আজ ছিল মন্ত্রিসভার সম্প্রসারণ। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সম্প্রসারণে বাংলার অনেকেই সুযোগ পাবেন এমনটাই আশা করছিল রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

আশা ছিল সৌমিত্র খাঁয়েরও। কিন্তু সেই আশা সফল হয়নি। কিছু খুলে না বললেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কার্যত সেই কারণেই এবার বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র। কার্যত সৌমিত্রের মন্ত্রিসভায় নাম নিয়ে জল্পনা ছিল। একাধিকবার তাকে দিল্লিতেও ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় নাম। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রথম বার সাংসদ হয়ে মন্ত্রী হচ্ছেন অনেকে,কিন্তু সৌমিত্র খাঁ বিধায়ক, দুই বার সাংসদ হয়েছেন। তবু বঞ্চনার শিকার হয়েছেন তিনি। আর সেই কারণেই এই ক্ষোভ।

যদিও সৌমিত্র জানিয়েছেন এখনই দল ছাড়ছেন না তিনি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বলেন “আমি বিজেপি পার্টি সৈনিক হিসেবে কাজ করবো। সব সময় মানুষের পাশে থাকবো। নরেন্দ্র মোদীর আদর্শ্য মানুষের জন্য কাজ করবো।” তিনি এও বলেন এখনও অনেক পথ বাকি। মানুষের জন্য কাজ করতে হবে।

saumitra khan mithun

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্রর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। তারপরে যদিও গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। এখন আগামী দিনে সৌমিত্র কি পদক্ষেপ নেন সে দিকেই নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর