জন্মস্থান দুর্লভপুরে সোনার খনি? কেন্দ্রের রিপোর্ট সামনে আসতেই আবেগে ভাসলেন সাংসদ সৌমিত্র খাঁ

Published on:

Published on:

Soumitra Khan Says Gold May Be Found in His Ancestral Village
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মাটির নিচে খনিজ সম্পদের সন্ধান নিয়ে যখন রাজ্যজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই বাঁকুড়া জেলার এক ছোট্ট গ্রামকে ঘিরে সামনে এল বড় সম্ভাবনার খবর। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সোশাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

কী জানিয়েছে সৌমিত্র খাঁ (Soumitra Khan)?

বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে লেখেন, তাঁর জন্মভূমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ছোট্ট গ্রাম দুর্লভপুর। শুধু বড় নেতা হলেই দায়িত্ব শেষ হয় না, নিজের ব্লক ও নিজের গ্রামে কী আছে, সেটাও খোঁজ নেওয়া জরুরি।

এরপর সৌমিত্র খাঁ (Soumitra Khan) জানান, অনেক আগেই তিনি এই এলাকায় সমীক্ষা করার কথা বলেছিলেন। অবশেষে সেই সমীক্ষার ফল সামনে আসায় তাঁর গর্বে বুক ভরে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্টে দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

পোস্টে তিনি (Soumitra Khan) আরও লেখেন, যে গ্রামে তাঁর শৈশব কেটেছে, যেখানে রয়েছে তাঁর স্মৃতি আর শিকড়, সেই গ্রাম আজ দেশের মানচিত্রে নতুনভাবে উঠে আসছে। ছোট্ট এবং শান্ত দুর্লভপুর প্রমাণ করেছে, গ্রামের মাটির নিচেও লুকিয়ে থাকতে পারে অমূল্য সম্পদ এবং বড় সম্ভাবনা। এই সাফল্যের পেছনে মা সারদা ও বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদ রয়েছে বলেও বিশ্বাস করেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তাঁদের কৃপায় তাঁর জন্মভূমি আজ সম্মানের জায়গায় পৌঁছচ্ছে বলেই তাঁর দাবি। সাংসদের কথায়, দুর্লভপুর শুধু তাঁর গ্রাম নয়, এ তাঁর অহংকার এবং আত্মপরিচয়। তিনি গর্ব অনুভব করেন দুর্লভপুরের সন্তান হয়ে, গঙ্গাজলঘাটি ব্লকের মানুষ হয়ে এবং বাঁকুড়া জেলার সন্তান হয়ে।

এদিকে, রাজ্যের অন্য প্রান্তেও খনিজ ও জ্বালানি সম্পদের সন্ধানে বড় কাজ চলছে। সম্প্রতি ওএনজিসি উত্তর ২৪ পরগনায় ১৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩টি, নদিয়ায় ১টি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোট ৫টি খনন ক্ষেত্র চিহ্নিত করেছে। হিসেব অনুযায়ী, উত্তর ২৪ পরগনার অশোকনগরের অয়েল ফিল্ড থেকে দিনে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি গত সোমবার রাজ্যসভায় তোলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

Soumitra Khan Says Gold May Be Found in His Ancestral Village

আরও পড়ুনঃ SIR শুনানির আবহে নিউটাউনে আগুন! ‘নথি পোড়াতেই কি এই ছক?’ বিস্ফোরক অভিযোগ জানিয়ে অমিত মালব্য বললেন…

এর জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, রাজ্য সরকারের সঙ্গে এই নিয়ে কেন্দ্রের চিঠি আদানপ্রদান হয়েছে। অশোকনগরে যে পরিমাণ তেল মজুত রয়েছে, তার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। কবে থেকে তেল উত্তোলন শুরু হবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দুর্লভপুরে সোনা পাওয়ার সম্ভাবনার খবর রাজ্যে খনিজ সম্পদ নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিল।