‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা’, চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ নিয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এদিন প্রথমেই তিনি বলেন, ‘প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ইসরোর সমস্ত বিজ্ঞানীদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলায় আমাদের একটি কথা রয়েছে, জন্মের পর শিশুদের বলা হয়, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। ছোটবেলায় শুনেছিলাম, এবার সেটা ভারত করে দেখাল। আমাদের এই স্বপ্নপূরণ হয়েছে।’

বিজেপি সাংসদ আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) বলেন, এগিয়ে যাও, কিছু করো। সেটাই এখন হচ্ছে।’ এরপরই কংগ্রেস আমলে ইসরোর (ISRO) বাজেটের সঙ্গে বর্তমান বাজেটের তুলনা করে কংগ্রেসকে কটাক্ষ করেন সৌমিত্র। তিনি বলেন, ‘২০১৩-১৪ সালে ইসরোর জন্য যে বাজেট ছিল তা থেকে ১৪২ শতাংশ বাজেট বর্তমানে বেড়েছে। এখন ইসরোর জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগে ৫ হাজার ৬১৫ কোটি টাকা বরাদ্দ ছিল। এখন সেটাই বেড়ে ১২ হাজার ৫৪৩ কোটি টাকা হয়েছে।’

এরপরই বিরোধীদের কটাক্ষের সুরে নয়া সংসদ ভবন নিয়েও মুখ খোলেন সৌমিত্র। বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘মোদীজির সময়ে সবকিছুর বিরোধিতা চলছে। এর আগে ভিস্তা হচ্ছিল তখন বলছিল এটা করার দরকার নেই, এখন যখন নতুন সংসদ ভবনে (New Parliament Building) সবাই বসে রয়েছে, তখন সকলে বলছে ভালো হয়েছে। এর আগে চন্দ্রাভিযান যখন ব্যর্থ হল তখন বিরোধীরা বলছিল কিছু হওয়ার নয়। আর এখন যখন চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3) সাফল্য এসেছে তখন সবাই বাহবা দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও (Mamata Banerjee) তৈরি ছিলেন, যদি চন্দ্রযান-৩ মিশন ব্যর্থ হত তাহলে মোদীজিকে কটাক্ষ করতেও ছাড়তেন না।’

জি-২০ বৈঠকের সাফল্য নিয়েও বৃহস্পতিবার মন্তব্য করেন সৌমিত্র। তিনি বলেন, ‘জি-২০ বৈঠকের সাফল্য দেখিয়ে দিয়েছে মোদীজির নেতৃত্বে বাকি দেশগুলি চলতে চাইছে। আগে বলা হত নাসা সব করছে, আমরা করতে পারি না। এখন ভারত করে দেখাচ্ছে। একটা সিনেমা তৈরি করতে ৫০০-৬০০ কোটি টাকা খরচ হয়। কিন্তু এখন সেই টাকায় চাঁদে যান পাঠাচ্ছে ভারত। এখন আমাদের দেশ আত্মনির্ভর হয়েছে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর