মেসির পায়ের তলায় বিবেকানন্দ! বাঙালি অস্মিতায় সরাসরি ‘আঘাত’, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সৌমিত্র খাঁ

Published on:

Published on:

Soumitra Khan slams TMC over Messi statue controversy
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন শহরজুড়ে উন্মাদনা, ঠিক তখনই মেসিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মেসির মূর্তি উন্মোচন এবং সেই মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তি থাকার অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

কী লিখেছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)?

সোশ্যাল মিডিয়ায় দেওয়া দীর্ঘ পোস্টে সৌমিত্র খাঁ (Soumitra Khan) লেখেন, তিনি নিজে একজন ফুটবলপ্রেমী এবং মেসির মতো বিশ্বতারকাকে ভারতে স্বাগত জানাতে তাঁর কোনও আপত্তি নেই। লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীর আবেগকেও তিনি সম্মান করেন। তবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, মেসিকে ঘিরে যে ধরনের আয়োজন চলছে, তা বাঙালি অস্মিতা ও সংস্কৃতির উপর সরাসরি আঘাত করেছে।

সৌমিত্র খাঁ (Soumitra Khan) একটি ছবি পোস্ট করে লেখেন, মেসির মূর্তি উন্মোচনে তাঁর আপত্তি নেই। কিন্তু সমস্যা হল মেসির মূর্তির চরণতলে রাখা হয়েছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তি। তাঁর প্রশ্ন, এটাই কি বাংলার ঐতিহ্য, এটাই কি বাঙালি পরিচয়? তৃণমূল আমলে কি কোনও বীর বাঙালির মূর্তি এভাবে উন্মোচিত হয়েছে?

‘বাঙালি গর্বে অপমান’ অভিযোগ

এই নিয়ে অভিযোগ জানিয়ে বিজেপি সাংসদ (Soumitra Khan) বলেন, স্বামী বিবেকানন্দ কোনও সাজসজ্জার উপকরণ নন। তিনি বাংলার গর্ব, ভারতের আত্মিক জাগরণের প্রতীক। তাঁর মূর্তি কোনও বিদেশি ক্রীড়াবিদের পায়ের নিচে রাখা মানে বাঙালি সংস্কৃতিকে অপমান করা। সৌমিত্র খাঁ এই ঘটনাকে রাজনৈতিক সুযোগসন্ধান এবং সাংস্কৃতিক বিকৃতি বলেও আখ্যা দেন তিনি।

আজ কলকাতায় মেসির ব্যস্ত সূচি

সাড়ে ১২ ঘণ্টার সফরে কলকাতায় এসেছেন লিয়োনেল মেসি। ১৪ বছর পর আবার শহরে পা রাখলেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে যান মেসি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু ভক্ত। কয়েক ঘণ্টা বিশ্রামের পর শুরু হবে তাঁর ব্যস্ত কর্মসূচি।

Soumitra Khan slams TMC over Messi statue controversy

আরও পড়ুনঃ খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর, নাম না থাকলে কী করবেন জানুন

অনুষ্ঠান শেষ হতেই মেসি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ২টায় কলকাতা থেকে হায়দরাবাদের বিমানে কলকাতা ছাড়বেন মেসি। কয়েক ঘণ্টার এই সফরেই শহরের একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। মেসির এই ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’।