বাংলাহান্ট ডেস্ক : করোনার জেরে কার্যত বিপর্যস্ত সমস্ত গণ পরিবহন পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এই ব্যবস্থা আরও বেশি ধাক্কা খেয়েছে। করোনার জেরেই মেনে চলতে বাধ্য হতে হচ্ছে নানা রকম বিধিনিষেধ ও কড়াকড়ি। সেই রেশ এখনও রয়েছে। আর তার ফলেই অন্যান্য স্থানের মতই বিষ্ণুপুরের রেল ব্যবস্থা ব্যহত হয়। আর এই নিয়েই যাত্রীদের ভোগান্তি ও অভিযোগ লেগেই আছে।
বিষ্ণুপুরের বাসিন্দারা বেশ অনেক দিন ধরেই, স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে আসছেন বিষয়টি নিয়ে। শীঘ্রই এই পরিস্থিতি বিবেচনা করে যেন সিদ্ধান্ত নেওয়া হয় এই ছিল তাঁদের দাবি। এই মর্মে প্রশাসনের কাছে বেশ কিছু চিঠিও জমা পড়েছে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’কেও দীর্ঘদিন ধরেই রেল পরিষেবা সচল করার আবেদন জানানো হয়।
এবার সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করলেন সৌমিত্র খাঁ। নিজে উদ্যোগী হয়ে, সাধারণ মানুষের সমস্যাকে সমাধান করার জন্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিতে সৌমিত্র খাঁ লেখেন, ‘আশা করি বাংলার সাধারণ মানুষের সুবিধা করে দিতে রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগত ভাবে আপনি উদ্যোগী হবেন। বাংলার মানুষ তথা বিষ্ণুপুরের মানুষ আপনার পদক্ষেপের আশায় রয়েছেন।’
আর এর পরই যাত্রীদের জন্য এল সুখবর। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার, খড়গপুর প্যাসেঞ্জার, পুরুলিয়া এক্সপ্রেস ১২৪২৭, রূপসী বাংলা এক্সপ্রেস ১২৮৮৩, চক্রধারপুর, পুরুলিয়া, খড়গপুর। এই খবরে বেশ উচ্ছসিত বিষ্ণুপুরের বাসিন্দারা। সকলেই সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রশংসায় পঞ্চমুখ।