বিপাকে অভিষেক! তৃণমূল নেতার সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ খারিজ করতে হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাংসদ পদ (MP Post)! এই দাবি নিয়ে এবার সরাসরি লোকসভার স্পিকারকে (Speaker Of Loksabha) চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Soumitra Khan)। সৌমিত্রর দাবি, দেশের বিচারব্যবস্থাকে অপমান করেছেন অভিষেক। এই নিয়েই এবার স্পিকারের কাছে গেল চিঠি।

পঞ্চায়েত ভোট শেষ হলেও থামছে না অশান্তি-হিংসার ঘটনা। গতকাল আহত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে যান অভিষেক। সেখান থেকে বেরিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ করেন সাংসদ। শুধু তাই নয় বিচারব্যবস্থা নিয়েও উষ্মাপ্রকাশ করেন তৃণমূলের যুবরাজ।

অভিষেক বলেছিলেনে, হিংসায় অভিযুক্তদের ‘হাই কোর্টের সুরক্ষাকবচ’ রয়েছে বলেই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারছে না। চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ”বিজেপিকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ কাজ করছেন। দরকার হলে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করুন, এসব বলছি বলে।”

সাংসদের এই মন্তব্যলে হাতিয়ার করেই এবার ময়দানে বিজেপির সৌমিত্র খাঁ। অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লাকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে, এখনই ওনার সাংসদপত্র খারিজ করা উচিত। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিষয়টা দেখা উচিত। ”

অভিষেকের করা মন্তব্যের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ময়দানে সৌমিত্র খাঁ। সামাজিক মাধ্যমে স্পিকারকে পাঠানো এই চিঠির প্রতিলিপি দিয়ে সাংসদ লেখেন, ‘সাংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। যেভাবে অভিষেক ব্যানার্জী মাননীয় হাইকোর্টের বিচারপতি ও বিচারব্যাবস্থা কে নিয়ে মন্তব্য করেছেন, এটা আমাদের বিচার বিভাগ বা আমাদের সংবিধানের অপমান। শ্রদ্ধেয় লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লাকে জী মহোদয় কে এই মর্মে একটি চিঠি প্রদান করলাম এর সঠিক পদক্ষেপের জন্য।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর