ভাইরাল ট্রেন্ডে দেখাতে হবে সেক্সি কোমর, তোর্সাকে শাড়ির আঁচল দিয়েই ঢেকে দিল মিঠাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি হৃদয়ে ‘মিঠাই’এর (mithai) জয়জয়কার অব‍্যাহত। টানা ষোলো সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে শীর্ষে নিজের স্থান ধরে রেখেছে জি বাংলার এই সিরিয়াল। লকডাউনের ‘শ‍্যুট ফ্রম হোম’এর সমস‍্যাও টলাতে পারেনি মিঠাইকে। এই সপ্তাহেও সর্বাধিক পয়েন্ট নিয়ে বাংলা সেরা মিঠাই।

আপাতত তোর্ষা প্রাণপণে চেষ্টা করছে মিঠাই ও সিডের ডিভোর্সটা করানোর জন‍্য। সে কারণে ক্রমাগত মিঠাইকে ভুল বুঝিয়ে চলেছে সে। সরল মনের মিঠাইও তা বিশ্বাস করছে। তবে সিরিয়ালে দুজনের মধ‍্যে যতই খিটিমিটি থাকুক না কেন, বাস্তবে কিন্তু দারুন বন্ধুত্ব মিঠাই ও তোর্ষা অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) ও তন্বী লাহা রায়ের (tonni laha roy)।


দুজনেই রিল ভিডিও করতে খুব ভালবাসেন। এমনকি একসঙ্গেও একাধিক বার ভিডিও করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার তন্বীর ভিডিওতে কিছুটা জোর করেই ঢুকে পড়লেন সৌমিতৃষা। তাঁর কাণ্ড দেখে চমকে গিয়েছেন তন্বীও। সম্ভবত বুঝতে পারেননি সৌমিতৃষা এমন কাণ্ড করতে পারেন।


আসলে নেটদুনিয়ায় ভাইরাল একটি ট্রেন্ড ফলো করে ভিডিও বানাচ্ছিলেন তন্বী, যেখানে ক‍্যামেরার সামনেই জামা তুলে দেখাতে সেক্সি কোমর। ট্রেন্ড মেনেই পরনের জামা সবে তুলতে যাবেন তন্বী। এমন সময় ক‍্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে সৌমিতৃষা। নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দেন তন্বীকে। ‘পজেসিভ’ বন্ধু বলে কথা! তবে ভিডিও কিন্তু সুপারহিট।

https://www.instagram.com/reel/CQ-mIVulAhl/?utm_medium=copy_link

এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে আদালতে ডিভোর্স রদ হয়ে গিয়েছে মিঠাই ও সিডের। তাদের ম‍্যারেজ কাউন্সিলরের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে তাতে রাজি না হলেও পরে দাদাইয়ের কথায় রাজি হয়েছে সিড। কিন্তু তোর্ষা চেষ্টা করছে যাতে মিঠাই নিজেই ডিভোর্সটা ভেঙে দেয়। সেজন‍্য মিঠাইকে সে ভুল বুঝিয়েই চলেছে। তবে এতদিনে নিজের অজান্তেই মিঠাইয়ের কিছুটা কাছে চলে এসেছে সিড। শেষপর্যন্ত ডিভোর্সটা কি হবে? তা দেখার অপেক্ষাতেই দর্শকরা।

সম্পর্কিত খবর

X