বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় অনেকদিন ধরেই রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। একাধিক চ্যানেলে বেশ কিছু সিরিয়ালে তিনি কাজ করেছেন। এমনকি খলনায়িকার চরিত্রও বাদ যায়নি। কিন্তু সৌমিতৃষার (Soumitrisha Kundu) কেরিয়ারের ‘টার্নিং পয়েন্ট’ ছিল ‘মিঠাই’। এই একটি ধারাবাহিক তাঁকে রাতারাতি খ্যাতির শীর্ষে তোলে। জনপ্রিয়তা সঙ্গে নিয়েই বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে আর থামতে দেখা যায়নি তাঁকে।
ছোটপর্দায় ফিরছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)
প্রথমে দেবের বিপরীতে ‘প্রধান’, আর তারপর থেকে আরো কিছু ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। একবার ছোটপর্দার গণ্ডি পেরোনোর আপাতত আর ওদিকে ঘেঁষার পরিকল্পনা নেই, এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে মেগা সিরিয়ালের প্রতিই মূলত অনীহা দেখিয়েছিলেন অভিনেত্রী। ছোটপর্দায় ফিরতে কোনো আপত্তি নেই তাঁর।
নতুন ভূমিকায় মিঠাই রানী: হ্যাঁ, আবারো টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)। তবে কোনো ধারাবাহিক নয়, বরং এক নতুন দায়িত্ব নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। জানা যাচ্ছে, ছোটপর্দায় এক নতুন নন ফিকশন শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী। শোয়ের নাম ‘ডিয়ার ডিসেম্বর’। জি বাংলার পর্দাতেই দেখা যাবে নন ফিকশন শোটি।
আরো পড়ুন : ভারতকে চাপে ফেলাই লক্ষ্য? পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করছে বাংলাদেশ, দিতে চলেছে এই বিশেষ সুবিধা
কামব্যাক করতে পেরে উচ্ছ্বসিত নায়িকা: তবে সৌমিতৃষা (Soumitrisha Kundu) একা নন। এই শোতে তাঁর সহ সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে, যিঞি ইতিমধ্যেই স্টার জলসার একটি নন ফিকশন শোতে ‘ভাসান বাপি’ নামে জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে না হোক, সঞ্চালনায় এই নতুন জুটিকে পেয়ে বেশ খুশি সৌমিতৃষার (Soumitrisha Kundu) ভক্তরা। খুশি অভিনেত্রী নিজেও। এই শোয়ের পরিচালনার দায়িত্বেও থাকছেন অভিজিৎ সেন। সৌমিতৃষা বলেন, এই নিয়ে তিনি দ্বিতীয় বার সঞ্চালকের ভূমিকায় থাকছেন। আবারো জি বাংলার পরিবারে ফিরতে পেরেও খুশি তিনি।
আরো পড়ুন : চরম অরাজকতায় গর্জে উঠছে রাজনৈতিক দলগুলি! নিজের দেশেই বিরাট সঙ্কটে ইউনূস, শুরু হবে গৃহযুদ্ধ?
শোয়ের বিষয়বস্তু কী হবে তা এখনো জানা যায়নি। তবে প্রশ্ন উঠছে, এই শোয়ের দৌলতে কি আবারো সাক্ষাৎ হবে সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবং আদৃতের? কিছুদিন আগেই নতুন সিরিয়াল নিয়ে জি বাংলাতেই ফিরেছেন অভিনেতা। দুই প্রাক্তন নায়ক নায়িকার কি ফের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সৌমিতৃষা এবং আদৃতের অনুরাগী মহলে।