বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘মিঠাই’ সিরিয়ালে। সেই ধারাবাহিকের সাফল্য তাঁকে সুযোগ করে দিয়েছিল বড়পর্দায়। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) ব্যাপারে। বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। এবার আবার পর্দায় ফেরার সুখবর দিলেন সৌমিতৃষা।
আবারও কাজে ফিরছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)
বিভিন্ন প্রোজেক্ট থেকে মাঝে বিরতি নিয়েছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এবার নতুন উদ্যমে ফিরলেন কাজে। সোশ্যাল মিডিয়ায় সে খবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। হইচই এর ওয়েব সিরিজ ‘কালরাত্রি’তে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)। ভিন্ন ধরণের চরিত্রে অভিনেত্রীকে দেখে খুশি হয়েছিলেন অনুরাগীরাও। এবার এই সিরিজেরই দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন অভিনেত্রী।
নেটপাড়ায় সুখবর দিলেন নায়িকা: সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তাঁর পরনে ছিমছাম সালোয়ার কামিজ। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে নিজের অনুরাগীদের জন্য একটি বার্তাও দিয়েছেন তিনি।
আরও পড়ুন : যৌনাঙ্গের ভেতরে গভীর ক্ষত! প্রচুর রক্তপাতের উল্লেখ, আর কি বলছে দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্ট?
কী লেখেন অভিনেত্রী: সৌমিতৃষা (Soumitrisha Kundu) লিখেছেন, ‘আমি জানি আমার অনুরাগী এবং দর্শকরা আমার জন্য অপেক্ষা করে রয়েছেন। সবার ভালোবাসা নিয়ে আমি সুস্থ হয়ে কাজে ফিরছি। নতুন শক্তি এবং উদ্যম নিয়ে আমি কাজে ফিরছি। আমার জন্য প্রার্থনা করবেন’।
আরও পড়ুন : উঠল নিষেধাজ্ঞা, শয়ে শয়ে ট্রলার রওনা সমুদ্রে, ডিমভরা ইলিশে ছেয়ে যাবে বাজার
জানা গিয়েছে, পিঠের হাড়ের সমস্যার জন্য দীর্ঘদিন ধরে ভুগছিলেন সৌমিতৃষা। অসহ্য ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। সেই কারণেই কিছুদিনের জন্য অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন সৌমিতৃষা। তবে এবার সুস্থ হয়ে আবারও কাজে ফিরছেন ‘মিঠাইরানী’।