গলগল করে বেরোচ্ছে রক্ত! জন্মাষ্টমীর দিনেই কান কেটে বসলেন ‘তুফানমেল’ সৌমিতৃষা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উচ্ছেবাবু তার নাম দিয়েছে তুফানমেল‌। নামের সার্থকতা প্রমাণ করে ঝড়ের গতিতেই মনোহরা দাপিয়ে বেড়ায় মিঠাই (Mithai)। অনস্ক্রিন আর অফস্ক্রিন দুদিকেই সমান চিত্র। মিঠাইয়ের দৌড়াদৌড়িতে আগে যেমন মনোহরার জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যেত, সৌমিতৃষা কুণ্ডুও (Soumitrisha Kundu) সেটে তেমনি কাণ্ডকারখানা ঘটান। কখনো সখনো নিজেই উলটে পড়েন।

এই কাণ্ড করে অতীতে একাধিক বার দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। এবারেও তাই হয়েছে। অসাবধানতা বশত কান কেটে ফেলেছেন তিনি! গল গল করে গড়াচ্ছে রক্ত‌। সেই অবস্থাতেই ছবি তুলে শেয়ার করেছেন সৌমিতৃষা। দোষটাও দিয়েছেন নিজেকেই।

সোশ‍্যাল মিডিয়ায় দুটো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। দুটি ছবিতেই দেখা যাচ্ছে, তাঁর কান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা যন্ত্রণা হচ্ছে। মিঠাই রানীর অবস্থা দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। এতটা কান কাটল কীকরে? সৌমিতৃষা লিখেছেন, ‘বেপরোয়া মানুষ হলে যা হয় আর কী!’

সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানান, রাতে বসে ফোন ঘাটছিলেন তিনি‌। তখনি অন‍্যমনস্ক হয়ে কানের দুল খুলতে গিয়ে এক ঝটকায় কান কেটে যায়। সঙ্গে সঙ্গে গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু সৌমিতৃষা থামেননি। ওই রক্তাক্ত অবস্থাতেই ফের দুল পরতে যান তিনি। দুল ভেতরে ঢুকে গেলেও আটকে যায়। রক্ত বন্ধই হচ্ছিল না। শেষে হ‍্যাঁচকা টান দিতে খোলে অবশেষে। কান ফুলে এখনো ব‍্যথা হয়ে রয়েছে সৌমিতৃষার।

এর জন‍্য শুটিং অবশ‍্য বন্ধ হয়নি মিঠাইয়ের। সিরিয়ালে টানটান উত্তেজনার পর্ব চলছে। শুটিংয়ের প্রচুর চাপ চলছে। উপরন্তু আজ আবার জন্মাষ্টমী। সেটে গোপাল তো রয়েছেই, লোকনাথ বাবারও ছবি রয়েছে। নিত‍্যপূজা করেন সৌমিতৃষা। আজও ফুল, আলো দিয়ে সাজিয়ে পুজো করেছেন মিঠাই রানী।

X