‘পশ্চিমবঙ্গের তুলনায় ঢাকায় দুর্গাপুজো বেশি হয়’, দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনা সামনে এসেছে, যাকে কেন্দ্র করে একাধিক সময় আবার সাম্প্রদায়িক রং লাগানো এবং ধর্মীয় ইস্যুকে উস্কে দেওয়ার চেষ্টাও করে চলেছে কিছু সম্প্রদায়ের মানুষ। এদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে সেই প্রসঙ্গে একাধিক বার্তা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশে অন্যান্যদের ন্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরও সমান অধিকার রয়েছে বলে মত হাসিনার। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই এদিন তিনি বলেন, “পশ্চিমবঙ্গের তুলনায় ঢাকা শহরে অনেক বেশি দুর্গাপুজোর মণ্ডপ হয়।”

এদিন জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে নিজের বাসভবন থেকেই ঢাকার ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রামে অবস্থিত জে এম সেন হল কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন শেখ হাসিনা। সেখানেই তিনি দেশের সকল ধর্মের মানুষের উদ্দেশ্যে জানান, “বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান। আমরা সবার সমান অধিকার বজায় রাখতে তৎপর। বাংলাদেশে আমার ঠিক যতটা অধিকার রয়েছে, সেই পরিমাণ অধিকার আপনাদেরও।”

এরপরেই তিনি হিন্দু ধর্মের মানুষদের উদ্দেশ্য করে বলেন, “নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আপনারা দেশের একজন নাগরিক। এই দেশেই আপনার জন্ম। সবার মত আপনাদেরও সমান অধিকার রয়েছে।”

durga puja 2021 goddess durga 10 weapons significance and given by which god during mahisasurmardini know lesser known facts of hindu mythology sixteen nine

উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের কুমিল্লায় মণ্ডপ ভাঙচুরের ঘটনার সামনে আসে, যার পরেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি। পরবর্তীতে অবশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায় বাংলাদেশ প্রশাসনকে। তবে এর পরেও সেই দেশে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। সেই প্রসঙ্গে এদিন হাসিনা বলেন, “বর্তমানে কোনো ঘটনা ঘটলে তাতে ধর্মীয় রং লাগানো হচ্ছে। হিন্দুদের মনে বিশ্বাস জন্ম দেওয়া হচ্ছে যে, বাংলাদেশে তাদের কোন অধিকার নেই। তবে আমরা আপনাদের বলতে চাই যে, দেশে যদি কোন রকম খারাপ ঘটনা ঘটে, তবে আমাদের সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। সকলকে সমান অধিকার প্রদান করতে তৎপর আমাদের সরকার।” এরপরই তিনি দুর্গাপুজো প্রসঙ্গে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের ঢাকায় বেশি দুর্গাপুজো হয়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর