বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনে এখন পবথেকে বেশি চর্চায় রয়েছে যে সিরিয়াল সেটা হল ‘মিঠাই’ (Mithai)। টিআরপি উঠুক চাই না উঠুক, মিঠাই সর্বদা থাকে লাইমলাইটে। কখনো অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত রসায়নের উত্থান পতন নিয়ে, কখনো আবার টিআরপি কমার মতো কারণের জন্য চর্চায় উঠে আসে মিঠাই।
বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, জি বাংলার টপার সিরিয়াল নাকি এবার শেষের পথে। এমনিতেই অনেক দিন ধরেই মিঠাইয়ের টিআরপির খরা চলছে। অবস্থা এমনি যে সেরা দশের তালিকাতেও জায়গা ধরে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে মোদক পরিবারের। বদলাচ্ছে স্লটও। আসন্ন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র জন্য নাকি মিঠাইয়ের এতদিনের রাত আটটার স্লট হাতছাড়া হয়ে যেতে বসেছে।
স্লট বদলানোর খবরে এক রকম শিলমোহর দিয়ে দিলেও সিরিয়াল শেষের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি পরিচালক। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন খোদ মিঠাই রানী অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। মিঠাই সত্যি সত্যিই শেষ হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে বড় বার্তা দিলেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, যেটা শুরু হয়েছে সেটা একদিন শেষ হবেই। এটাই স্বাভাবিক। কোনো কিছুই তো আর দিনের পর দিন চলতে পারে না। তবে ‘মিঠাই’ এর তরফে এটুকু আশ্বাস মিলেছে, এখনি শেষ হচ্ছে না সিরিয়াল। শেষের মুখে আসলে দর্শকরাও সেটা বুঝতে পারবেন বলে বক্তব্য সৌমিতৃষার।
সেই সঙ্গে নেটপাড়ায় শুরু হওয়া গুঞ্জনের ব্যাপারে তিনি বলেন, সিরিয়াল কবে শেষ হবে হবে সর্বক্ষণ সেই চিন্তা না করে বরং এখন যে ভাল গল্পটা দেখানো হচ্ছে সেটায় মন দিন দর্শকরা। নয়তো সিরিয়ালটা উপভোগও করতে পারবেন না। পাশাপাশি অভিনেত্রীর বক্তব্য, একটা সময়ে সব সিরিয়ালেরই টিআরপি কমে। অনেক নতুন নতুন সিরিয়াল আসছে ভাল ভাল গল্প নিয়ে। একটা না সরলে সেগুলোর জায়গা হবে কীকরে?
এর আগে সিড ওরফে আদৃত রায়ও জানিয়েছিলেন, টিআরপি নিয়ে তাঁরা কেউই বিশেষ চিন্তা করেন না। বরং নিজের কাজটা আরো কত ভাল করা যায় সেটাই সবসময় লক্ষ্য থাকে তাঁদের। অন্যদিকে বাংলা সেরা হওয়ার সময়েও যেমন ‘থ্যাঙ্কু গোপাল’ বলতেন, এখনো তেমনি বলে থাকেন সৌমিতৃষা।