বাংলাহান্ট ডেস্ক : বড়পর্দায় পা রাখলেও এখনো অনেকের কাছেই সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) ‘মিঠাই’ নামেই জনপ্রিয় হয়ে রয়েছেন। আসলে কিছু কিছু সিরিয়াল হয় যেগুলি দর্শকদের মন ছুঁয়ে মনের কোণে পাকাপাকি ভাবে জায়গা করে নেয়। ‘মিঠাই’ ছিল এমনি একটি সিরিয়াল, যা এক ঝলক ঠাণ্ডা সতেজ হাওয়ার মতো এসেছিল। সৌমিতৃষার (Soumitrisha Kundu) কেরিয়ারকেও প্রয়োজনীয় বুস্ট দিয়েছিল মিঠাই। এই সিরিয়ালের পরেই তাঁর বড়পর্দায় সফর শুরু হয়।
বন্ধু হারিয়েছে সৌমিতৃষার (Soumitrisha Kundu)
প্রথম ছবিতেই দেবের বিপরীতে অভিনয় করে দারুণ শুরু করেছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগামীতে তাঁর হাতে আরো একটি ছবি এবং ওয়েব সিরিজও রয়েছে। ২৫ পেরোনোর আগেই তিনি যেভাবে সাফল্যের সিঁড়িতে চড়ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এই বয়সেই ব্যক্তিগত জীবনেও বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। পুরনো বন্ধু, সহকর্মীদের থেকে দূরত্ব বেড়েছে তাঁর। আর এই দূরত্ব বাড়ানোর অভিযোগও উঠেছে তাঁরই দিকে।
আরো পড়ুন : ৬৭ বছর বয়সে পাশ করেন গ্রাজুয়েশন, রণবীর-করিনা নন, ইনিই কাপুর খানদানে সবথেকে বেশি শিক্ষিত
মিঠাই টিমের সঙ্গে বেড়েছে দূরত্ব
মিঠাই চলাকালীন টিমের প্রত্যেকের মধ্যেই দারুণ বন্ডিং গড়ে উঠেছিল। বিশেষ করে সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবং তন্বী লাহা রায়ের বন্ধুত্ব ছিল নজরকাড়া। কিন্তু বাকি টিমের মধ্যে বন্ধন এখনো আগের মতো থাকলেও সৌমিতৃষাই (Soumitrisha Kundu) ছিটকে গিয়েছেন গ্রুপ থেকে। এমনকি আদৃত কৌশাম্বীর বিয়েতেও যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি সেকথাও স্বীকার করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। শুধু তাই নয়। নিজের পুরনো বন্ধুদের হারিয়েছেন তিনি।
আরো পড়ুন : গোপনাঙ্গে জড়িয়ে ফণাতলা সাপ! ‘ছোঁবল খাবেন তো’, ভূমিকে নিয়ে চটুল ট্রোল নেটপাড়ায়
সোজাসাপটা অভিনেত্রী
তবে বন্ধু বিচ্ছেদের যন্ত্রণা কাবু করতে পারেনি সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)। তাঁর কথায়, ‘একটা ব্যাগ হারিয়েছিল, আরো বড় ব্যাগ পেয়েছি। বন্ধু হারিয়ে আসল বন্ধু খুঁজে পেয়েছি।’ তিনি আরো বলেন, জীবনে কোনো খামতি নেই। পরিবর্তনশীলতাই তো ধর্ম।
প্রসঙ্গত, তন্বীর সঙ্গে সৌমিতৃষার বিবাদ মাঝে উঠে এসেছিল সংবাদ শিরোনামে। আবার তন্বীর মায়ের মৃত্যুর পর সমস্ত অভিমান দূরে সরিয়ে রেখে যোগাযোগ করেছিলেন সৌমিতৃষা। এখন তাঁদের মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে শোনা যায়। তবে মিঠাই এর বাকি টিমের সঙ্গে এখনো প্রকাশ্যে কোনো কথা বলতে দেখা যায় না সৌমিতৃষাকে।