বাংলাহান্ট ডেস্ক : দুদিন আগেই এসআইআর এর প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। তারপরেই হঠাৎ ছন্দপতন। আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী থাকতে পারবেন না তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকবেন না সৌমিতৃষা (Soumitrisha Kundu)
অসুস্থ সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি ম্যালেরিয়ায় আক্রান্ত। চিকিৎসা চলছে বর্তমানে। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকতে পারব না আমি। প্রত্যেক বছর এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে আমি গর্ববোধ করি।’

কী লিখেছেন অভিনেত্রী: সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর অসামান্য উদ্যোগের জন্য এবং প্রতি বছর এই উদযাপনকে এত বিশেষ করে তোলার জন্য’। সৌমিতৃষার (Soumitrisha Kundu) এই পোস্টের পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন : বুকে চাপ ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘আর্য’ জিতুকে!
সদ্য দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে: সরাসরি রাজনীতিতে যোগদান না করলেও বরাবরই রাজ্যের শাসক দলের বিভিন্ন মিছিল, অনুষ্ঠানে দেখা গিয়েছে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)। এর আগে দুর্গাপুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রীর পাশেই এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের মিছিলেও পা মেলান তিনি। কিন্তু তারপরেই হঠাৎ এই অসুস্থতার খবর।
আরও পড়ুন : মাথায় বিপদের খাঁড়া, ফের আইনি জটে, সলমনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার
প্রসঙ্গত, কাজের দিক দিয়ে সম্প্রতি ‘কালরাত্রি’র দ্বিতীয় সিজনের শুট শেষ করেছেন সৌমিতৃষা। সিরিয়াল থেকে বেশ কয়েক বছর হল দূরেই রয়েছেন তিনি। আপাতত বড়পর্দা এবং ওয়েব সিরিজেই মন দিয়েছেন অভিনেত্রী। তাঁর নতুন প্রোজেক্টের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।













