বাংলাহান্ট ডেস্ক: মিঠাই (Mithai) আর তার আদরের গোপাল, দুজনেই বড় প্রিয় বাংলার দর্শকদের। মিঠাইয়ের মতে, সে আর গোপাল হল পার্টনার। একজন অপরজনের মনের কথা বোঝে। তার প্রমাণ অবশ্য গত দেড় বছর ধরে পাচ্ছে সিরিয়ালের দর্শকরা। মিঠাই তথা মনোহরার যেকোনো বিপদেই হেলেপ করে গোপাল। জন্মাষ্টমীতেই (Janmastami) মিঠাইকে খালি হাতে ফেরায়নি নন্দদুলাল। আবারো বাংলা সেরা হয়েছে মোদক পরিবার।
গোপালের জন্মদিন বলে কথা, মিঠাই ঘটা করে পুজো করবে না তা কি হয়? সিরিয়ালে অবশ্য মন খারাপের পরিবেশ। ওমি আগরওয়ালকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে সিদ্ধার্থ। উচ্ছেবাবুকে এই অবস্থায় দেখে পাগলপারা মিঠাই। কিন্তু তার বিশ্বাস, জন্মাষ্টমীতে উচ্ছেবাবুকে আদালতে তোলা হলে মিঠাইকে খালি হাতে ফেরাবে না তার গোপাল।
তাই রাত জেগে বসে গোপালের জন্য তালের বড়া, নারকেল নাড়ু বানিয়েছে মিঠাই। গোপালের সেবায় যেন কোনো কমতি না থাকে। এ তো গেল অনস্ক্রিনের কথা। মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) যে বাস্তবেও খুব গোপাল ভক্ত তা আগেই জানা গিয়েছে। উপরন্তু এদিন বাবা লোকনাথেরও জন্মতিথি। আগের বার বাড়িতে লোকনাথ বাবার পুজো দিয়ে তারপর সেটে এসেও গোপাল আর বাবা লোকনাথকে পুজো করেছিলেন সৌমিতৃষা।
https://www.instagram.com/p/ChcZ-L0B6wE/?igshid=YmMyMTA2M2Y=
এবারেও সেটাই করেছেন তিনি। সেটে রাখা লোকনাথ বাবার ছবিতে মালা পরিয়ে, আলো দিয়ে সাজিয়েছেন। তারপর ধূপ দিয়ে আরতি করে মিষ্টি দিয়েছেন লোকনাথ বাবাকে। গোপালকেও এদিন সুন্দর করে সাজিয়েছেন সৌমিতৃষা। তারপর গোপালের সঙ্গেই পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ননীচোরের জন্য ননী।’
https://www.instagram.com/p/ChcaKG-Bj0G/?igshid=YmMyMTA2M2Y=
অদ্ভূত ভাবে আগের বার জন্মাষ্টমীতে সোম আর তোর্সার চক্রান্তে বিনা দোষে জেলে যেতে হয়েছিল মিঠাইকে। উচ্ছেবাবু তখন গোপালকে এনে দিয়েছিল মিঠাইয়ের কাছে। জেলের মধ্যে বসেই গোপাল পুজো করেছিল মিঠাই। আর এবারের জন্মাষ্টমীতে জেলবন্দি সিদ্ধার্থ। এবারেও গোপালের উপরেই ভরসা রেখেছে মিঠাই। মৃত্যুর মুখ থেকে যেমন গোটা মোদক পরিবারকে ফিরিয়ে এনেছে গোপাল, তেমনি উচ্ছেবাবুকেও ঠিক বাড়িতে ফিরিয়ে দেবে।