শুটিংয়ের চাপ সামলেও নিষ্ঠাভরে লোকনাথ পুজো, ভিডিও শেয়ার করলেন ‘মিঠাই’ সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: গোপাল ভক্ত ‘মিঠাই’ (Mithai)। আর মিঠাই ভক্ত বাংলার দর্শকরা। সিড মিঠাই, মোদক পরিবার, হল্লা পার্টি সবসময় জমিয়ে রাখে সিরিয়ালের গল্প। হ‍্যাঁ, অন‍্যান‍্য মেগার মতো এই গল্পেও নাটকীয়তা রয়েছে, আছে অতি রঞ্জকতাও। কিন্তু যেটা নেই সেটা হল অতিরিক্ত কূটকাচালি। যৌথ পরিবারের হাসি, মজা, কষ্ট, দুঃখ গুলিকেই বাস্তবের মতো তুলে ধরে মিঠাই। তাই তো সেরার সিংহাসন হাতছাড়া হলেও হারিয়ে যায়নি মিঠাই রানী।

জনাই এর ময়রা বাড়ির মেয়ে মিঠাই। কলকাতায় এসেও ময়রা বাড়ির বৌ হয়েছে সে। মিষ্টি হাসি, সারল‍্য, হুরহুর ইংলিশ বলা মিঠাই সবার প্রিয়। তবে মিঠাইয়ের সবথেকে প্রিয় জন হল গোপাল। গোপালকে কখনো কাছছাড়া করে না মিঠাই। কারণ গোপালই তো তাকে আর তার পরিবারকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে।

IMG 20220603 194301
তবে শুধু সিরিয়ালে নয়, মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) বাস্তবেও খুব গোপাল ভক্ত। তিনি নিজেই একথা জানিয়েছিলেন। বাড়িতে গোপাল রয়েছে তাঁর। রয়েছেন শ্রী শ্রী লোকনাথ বাবাও। গত জন্মাষ্টমীতে নিজে হাতে গোপাল সেবা করে তারপ‍র শুটিং সেটে এসেছিলেন সৌমিতৃষা।

সেদিন ছিল লোকনাথের জন্মতিথিও। তাই বাবা লোকনাথকেও নিষ্ঠাভরে পুজো করে ভোগ দিয়ে তারপর এসেছিলেন সেটে। আর আজ শুক্রবার বাবা লোকনাথের তিরোধান দিবস। এদিনও লোকনাথ বাবাকে পুজো করে আশীর্বাদ চেয়েছেন সৌমিতৃষা।

IMG 20220603 194232
একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। গোলাপি টপ আর মিঠাই এর মতো হেয়ারস্টাইল করেছেন সৌমিতৃষা। বাবা লোকনাথের ছবিতে ধূপ দিয়ে আরতি করতে দেখা গিয়েছে তাঁকে। লোকনাথের পায়ে ফুল দিয়ে প্রণাম করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘বাড়ির পুজো সেরে আরেক বাড়ির পুজো। জয় বাবা লোকনাথ।’

https://www.instagram.com/reel/CeVdgazhddE/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, সিরিয়ালে সম্প্রতি বড়সড় টুইস্ট এসেছে। রিকি দ‍্য রকস্টারের মুখোশ ছেড়ে সিদ্ধার্থ রূপে সবার সামনে এসেছে মোদক বাড়ির ছেলে। সঙ্গে ধরা পড়েছে ওমি আগরওয়াল এবং পিসেমশাই।


Niranjana Nag

সম্পর্কিত খবর