অধিনায়ক সৌরভের এই তিনটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে

বাংলা হান্ট ডেস্কঃ সৌরভ গাঙ্গুলি যখন ভারতীয় দলের দায়িত্ব নেন অর্থাৎ অধিনায়ক হন তখন ভারতীয় ক্রিকেট দলের খুবই কঠিন সময় চলছিল। সেখান থেকে নিজের হাতে ভারতীয় দলকে তৈরি করেন সৌরভ এবং একটি শক্তিশালী দল হিসেবে ভারতকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করেন।
অধিনায়ক হিসেবে দাদা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যা বদলে দেয় ভারতীয় ক্রিকেটকে।
আসুন সেগুলি দেখে নেওয়া যাক:

বীরেন্দ্র শেওয়াগকে ওপেনিংয়ে পাঠানো:-

sehwag 1 1

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কেরিয়ার শুরু করা বীরেন্দ্র শেওয়াগকে ওপেনিংয়ে পাঠানোর মত সাহসী সিদ্ধান্ত নিয়ে সৌরভ ভারতীয় ক্রিকেট এবং বীরেন্দ্র শেওয়াগের কেরিয়ার বদলে দিয়েছিলেন। এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় শেওয়াগের নাম সবার উপরেই থাকে।

কলকাতা টেস্টে সচিনকে দিয়ে বল করানো:-

sachin bowling

কলকাতায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টে যখন অজিরা জয়ের লক্ষ্যে এগোচ্ছিল সেই সময় সচিনকে দিয়ে বোলিং করিয়ে অজি ব্যাটিংয়ে আঘাত হানে সৌরভ। যা এখন মনে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

ওয়ানডে ক্রিকেটে রাহুল দ্রাবিড়কে দিয়ে কিপিং করানো:-

rahuldravidfb story 647 022516075801

ওয়ানডে ফরম্যাটে থেকে রাহুল দ্রাবিড়কে বাদ পড়া আটকাতে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং করান দাদা, ফলে ভারত একজন অতিরিক্ত ব্যাটসম্যানও পেয়ে যায়, যা ভারতকে অনেক ম্যাচে সাহায্য করে। দাদার এই সাহসী সিদ্ধান্ত এখনো মনে রেখেছে আপামর ভারতবাসী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর