এখনো হয়নি আইনি বিচ্ছেদ, সৌরভ-মধুমিতার ‘সম্পর্ক’ নিয়ে সরব অভিনেত্রীর স্বামী সৌরভ চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ দাস (saurav das) ও মধুমিতা সরকারের (madhumita sarkar) সম্পর্কের গুঞ্জন নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। ইতিমধ‍্যেই বিষয়টা নিয়ে সরব হয়েছেন সৌরভ, মধুমিতা ও সৌরভের প্রেমিকা অনিন্দিতা বসু। এবার নিজের মতামত রাখলেন মধুমিতার ‘প্রাক্তন’ স্বামী সৌরভ চক্রবর্তী (sourav chakraborty)।

গত বছরের শুরুতেই চার বছরের বিবাহিত জীবন ছেড়ে বেরিয়ে এসেছেন মধুমিতা। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেম তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর দুজনেরই মনে হয় আলাদা থাকলেই ভাল থাকবেন তাঁরা। সেই মতো দুজনে বিচ্ছিন্ন হয়ে গেলেও খাতায় কলমে বিচ্ছেদ হয়নি এখনো।


সৌরভ জানান, অতিমারী আবহে আইনি বিচ্ছেদটা এখনো করে উঠতে পারেননি তাঁরা। তবে মধুমিতা ও সৌরভ দাসের সম্পর্কের গুঞ্জনটা অভিনেত্রীর ‘প্রাক্তন’ স্বামী গুজব হিসেবেই দেখতে চান। তবে তিনি এও বলেন মধুমিতার সঙ্গে যদি তাঁর আর যোগাযোগ থাকত বা আবারো সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা থাকত তবে তিনি বিষয়টা নিয়ে মাথা ঘামাতেন। কিন্তু তাঁদের মধ‍্যে আর কোনো সম্পর্কই নেই।

সৌরভের বক্তব‍্য, তিনি কাজে এতটাই ব‍্যস্ত যে মধুমিতা সৌরভের সম্পর্ক নিয়ে ভাবার সময় নেই তাঁর। পরিচালক অঞ্জন দত্তের ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ‍্য হিলস’এ অভিনয় করছেন সৌরভ। এছাড়াও নিজে আবারো পরিচালনার কাজে তিনি নামছেন।বলেও জানান।

অপরদিকে সৌরভ দাসের প্রেমিকা অনিন্দিতাও সাফ জানান, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দিতে রাজি নন তিনি। অনেকদিন ধরেই লিভ ইন করছেন তিনি সৌরভের সঙ্গে। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ‍্যায়’।

মুখ খুলেছেন মধুমিতাও। তাঁর বক্তব‍্য, একা মহিলা বলেই যার সঙ্গে খুশি তাঁর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বিবাহবিচ্ছিন্না। উপরন্তু তাঁর প্রাক্তন স্বামীর নামও সৌরভ। দুটো মিলিয়েই এই ধরনের গুজব ছড়াচ্ছেন নেটিজেনরা। সেই সঙ্গে চিনি ছবিতে সৌরভ ও তাঁর অনস্ক্রিন রসায়নকেও গুজব ছড়ানোর জন‍্য দায়ী করেছেন।

সম্পর্কিত খবর

X