রানিমার সঙ্গে চুটিয়ে রঙ খেললেন গদাই ঠাকুর, দিতিপ্রিয়া-সৌরভের হোলি সেলফি ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল (bengali serial) ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni) দৌলতে ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহাকেও (sourav saha) সবাই চিনতে শুরু করেছেন। অভিনয় প্রতিভার যোগ‍্য সম্মান পেয়েছেন তিনি।

গদাধরের ভূমিকায় অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌরভ। দিতিপ্রিয়ার তুলনায় সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি নতুন। কিন্তু ইতিমধ‍্যেই তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। রানি রাসমণি সিরিয়ালের রামকৃষ্ণের প্রশংসাতেই ব‍্যস্ত সকলে।

কিছুদিন আগেই দিতিপ্রিয়া, বিশ্ববসুর সঙ্গে তাজপুরে ঘুরতে গিয়েছিলেন সৌরভ। এবার একসঙ্গে হোলিও খেললেন সকলে। রানি রাসমণি পরিবারের বেশ কয়েকজন সদস‍্যকেই এদিন দেখা গেল একসঙ্গে রঙ খেলতে। দিতিপ্রিয়া, সৌরভের সঙ্গে চোখে পড়ল হৃদে ও রাঘবকেও।

আবির রঙে রেঙে উঠতে দেখা গেল সবাইকে। রামকৃষ্ণ সৌরভের সঙ্গে সেলফি তোলেন রানিমা দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার মাও যোগ দিয়েছিলেন সবার সঙ্গে রঙ খেলায়। রঙ খেলার পর আয়োজন ছিল খাওয়া দাওয়ারও। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌরভ।

https://www.instagram.com/p/CNAU1fkMAX4/?igshid=40f2iiso4qwy

কিছুদিন আগে ব‍্যস্ত শুটিং সিডিউলের ফাঁকে কিছুদিনের ছুটি নিয়ে তাজপুরে ঘুরতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। সঙ্গে গিয়েছিলেন নাতি ভূপাল ওরফে বিশ্ববসু ও গদাধর ওরফে সৌরভ সাহাও। দুটো দিন তাজপুরের সমুদ্র সৈকতে তুমুল হুল্লোড় করে কাটিয়েছেন রাণী, ভূপাল ও গদাধর।

https://www.instagram.com/p/CNAU4KSs8Yi/?igshid=k0t61085h1if

তবে তাঁদের সঙ্গে গিয়েছিলেন পরিবারের সদস‍্যরাও। সৌরভ ও বিশ্ববসুর সঙ্গে তাজপুরের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন দিতিপ্রিয়া। সৌরভের অফস্ক্রিন স্ত্রী ও ছোট্ট ছেলেও সঙ্গী হয়েছিল এই ভ‍্যাকেশনের।

X