”ওঁর বক্তব্য আবর্জনার মতো”, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন খেলোয়ার

Published On:

বাংলা হান্ট ডেস্ক : যদিও দুজনের পেশাটা একই ছিল কিন্তু পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ক্রিকেট জগতে আসতে আসতে নিজের সম্মান হারাতে বসেছেন৷ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যে ভাবে ভারতকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছেন তা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের বিশেষ করে ক্রিকেট দুনিয়ার মানুষের কাছে আসতে আসতে ঘৃণার পাত্র হয়ে উঠছে উঠেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ শুধু ভারত নয় আন্তর্জাতিক মহলেও ঘৃণার পাত্র হয়ে উঠেছেন তিনি৷ বিদেশেও সমালোচিত হয়েছেন ইমরান খান৷

এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কটাক্ষ শুনতে হলেও তবে এবার ক্রিকেট দুনিয়ার বিশেষ ব্যক্তিদের কাছ থেকে৷ সামাজিক মাধ্যমে ইমরান খানকে একহাত নিয়ে বীরেন্দ্র সহবাগ পাক প্রধানমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সঞ্চালক বললেন আপনার কথা ব্রনক্সের একজন ঢালাই করের মতো কিছুদিন আগে জাতিসংঘে করুন বক্তৃতার পর এই লোকটা মনে হয় নিজেকে ছোট করার জন্য নতুন পথ খুঁজে বের করেছে৷

তবে শেহবাগের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ইমরান খানকে কটাক্ষ করতে ছাড়লেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বীরেন্দ্র সহবাগকে হিরো বলে সম্বোধন করে জানান বিশ্বে এখন শান্তি দরকার কিন্তু পাকিস্তান যা করছে বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছেন তা আবর্জনার সমান৷

পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে এক হাত নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এক সময় ক্রিকেট বিশ্ব যে ইমরান খানকে চিনতেন ইনি সেই ইমরান খান নন৷ উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে আমেরিকার পরিকাঠামো ব্যবস্থা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন ইমরান খান আর তার জেরে সোশ্যাল মিডিয়ায় কার্যত ট্রোলড হয়ে গেছেন তিনি৷

X