ধোনিকে ছাড়াই টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত: সৌরভ গাঙ্গুলি।

ভারতের প্রাপ্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর জল্পনা ক্রমশ বাড়ছে। বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দল চলে যায় ক্যারিবিয়ান সফরে কিন্তু সেই সফর থেকে নিজেকে সরিয়ে নেন মহেন্দ্র সিং ধোনি। উনি কিছু দিনের জন্য ক্রিকেট থেকে সরে গিয়ে সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণ নেন। আর এই সব কিছু দেখে এবার ভারতের আরেক প্রাপ্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন যে, টিম ইন্ডিয়াকে তাদের আগামী দিনের পরিকল্পনা করতে হবে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই। এবং ধোনি ছাড়াই তৈরি করতে হবে ভারতীয় দল।

839569 817051 803938 sourav ganguly

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্যতম বড় প্রশ্ন হচ্ছে ধোনি কবে অবসর নেবেন? এই প্রশ্নের উত্তর কারুরই জানা নেই। আর সেই জন্য এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ধোনির উপরই ছেড়ে দিয়েছেন নির্বাচকরা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম কে সৌরভ গাঙ্গুলি বলেন যে, প্রত্যেক খেলোয়াড়কেই তার বুটজোড়া একদিন তুলে রাখতে হয়, তা সে যত প্রতিভাবানই হোক না কেন নিয়মের বেড়াজালে পরে সবার কেই খেলার জীবন থেকে অবসর নিতে হয়। এই প্রসঙ্গ টেনে উনি বলেছেন ব্র্যাডম্যান, শচীন, লারার মত ক্রিকেটার কে তাদের ব্যাট তুলে রাখতে হয়েছে, অপরদিকে ফুটবলে পেলে, মারাদোনার মত লিজেন্ডদের বুট তুলে রাখতে হয়েছে। এটাই হচ্ছে নিয়ম তাই ধোনির ক্ষেত্রেও এই একই নিয়ম বজায় থাকবে এবং এটাকেই মেনে নিতে হবে।

এর পাশাপাশি সৌরভ বলেন, এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেট দলকে, ধোনিকে ছাড়া খেলার অভ্যাস করতে হবে ভারতীয় দলকে।  ধোনি সারা জীবন টিমের সাথে থাকবেন না তাই এখন থেকেই এই পরিস্থিতিটা মানিয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। সেই সাথে উনি বলেন ধোনি আর কত দিন ক্রিকেট খেলবেন আর কবেই বা উনি অবসর নেবেন সেই সিদ্ধান্তটা পুরোপুরি ধোনির নিজস্ব। কারণ উনার মতে একজন খেলোয়াড়ই একমাত্র জানেন যে, তিনি আর কতদিন নিজের সেরাটা দিতে পারবেন। তাই উনি এই ব্যাপারে অন্য কারুর সিদ্ধান্ত নয় বরং ধোনির নিজস্ব সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব দিয়েছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর