আমি সুভাষ বলছি! সকলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুললেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ছিল স্বাধীনতা দিবস (Independence Day)। আর ভারতের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য যে নামটা সেটা হল সুভাষচন্দ্র বোসের (Subhash Chandra Bose)। এই বিশেষ দিনে তাই তাকে স্মরণ করেন প্রত্যেক দেশপ্রেমিক ভারতবাসী। কিন্তু এবারের অর্থাৎ ৭৭ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় তা দেখে হতচকিত হয়ে গিয়েছে ভারতবাসী।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি একটি ছবি, যেখানে দেখানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আদলে যদি নেতাজীর চেহারা হত, তাহলে তাকে কেমন দেখাতো। আর এই ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সৌরভ। মহারাজকে বাঙালির সবচেয়ে বড় আইকনের চরিত্র দেখে আশ্চর্য হয়ে গেছেন ভক্তরাও।

কিন্তু সৌরভ কোথা থেকে এই ছবিটি পেলেন। এ আই ব্যবহার করে এই বিশেষ ছবিটি স্বাধীনতা দিবসের দিনে নির্মাণ করেছিলেন শিল্পী অরিত্র দেব। সৌরভ গঙ্গোপাধ্যায় এর আচমকায় চোখে পড়ে যায় ছবিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরেই বাকিদের মতো নিজেও আশ্চর্য হয়ে যান মহারাজ।

আরও পড়ুন: ও উল্টে ভারতীয় দলের ক্ষতি করছে! এই তারকাকে নিয়ে BCCI-কে সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় পেসার

প্রিয় ক্রিকেট কিংবদন্তিকে সুভাষের রূপে দেখে আশ্চর্য হয়ে যান অনেকেই। সৌরভ নিজেও তার ব্যাতিক্রম ছিলেন না। তাই তিনি ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করেন এবং শেয়ার করার পরেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। সৌরভের ফেসবুক প্রোফাইল সার্চ করলেই পোস্টটি পাওয়া যাবে।

sourav মন্তব্য

সম্প্রতি এআইয়ের সাহায্য নিয়ে এমন কষ্ট কল্পনার ছবিকে বাস্তবে রূপ দেওয়াটা। এভাবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই চেনাজানা সেলিব্রেটিদের সম্পূর্ণ অচেনা রূপে দেখার বিষয়টা অভ্যাসে পরিণত হচ্ছে নেটিজেনদের। এখানেও বিষয়টি তেমনি ছিল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর