কেবিসির মঞ্চে সৌরভের ‘দাদাগিরি’, চাকরি হারানোর ভয়ে কাবু অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের ইতিহাসে সর্বকালের সেরা গেম শোগুলির মধ‍্যে অন‍্যতম কউন বনেগা ক্রোড়পতি (kaun banega crorepati)। অমিতাভ বচ্চনের (amitabh bachchan) অনবদ‍্য সঞ্চালনা এই শোয়ের প্রয়োজনীয় প্রাণপ্রতিষ্ঠা করে। অতি সম্প্রতি শুরু হয়েছে এই শোয়ের ১৩ তম সিজন। আর এবারের সিজনে রয়েছে এক বিশেষ অংশ ‘শানদার শুক্রবার’।

প্রতি শুক্রবার শো তে অমিতাভের অতিথি হয়ে আসবেন জনপ্রিয় তারকারা। খেলবেন কোটিপতি হওয়ার খেলা। এই শুক্রবারেই ধামাকাদার এপিসোড দিয়ে শুরু হল শানদার শুক্রবারের সফর। আর প্রথম এপিসোডেই বিগ বির অতিথি হয়ে হট সিটে বসলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ‍্যায় (sourav ganguly) এবং বীরেন্দ্র সহবাগ (virendra sehwag)।


হট সিটে সৌরভকে পেয়ে একটু মশকরা করার লোভ সামলাতে পারেননি অমিতাভ। তিনি বলেন, সৌরভ এবং সহবাগ যে তাঁদের ব‍্যস্ত শিডিউল থেকে সময় বের করে এসেছেন তার জন‍্য তিনি আপ্লুত। কিন্তু মহারাজ তো মহারাজ। তিনি সঙ্গে সঙ্গে বিগ বিকে উত্তর দেন, “আরে না না অনুমতির কোনো ব‍্যাপারই নেই। আমাদের বলা হয়েছিল বচ্চন সাব আমাদের শো তে দেখতে চাইছেন। আর আপনি ডাকলে তো আমরা যেখানেই থাকি না কেন ঠিক চলে আসব।”

সৌরভের উত্তর শুনে হেসে ফেলেন অমিতাভ, সহবাগ। বিগ বি এদিন দর্শকদের একথাও মনে করিয়ে দেন, সৌরভ বাংলায় ‘কে হবে বাংলা কোটিপতি’ সঞ্চালনা করেছেন। তাই সৌরভের সামনে বসে চাকরি চলে যাওয়ার চিন্তা হচ্ছে অমিতাভের। উত্তরে হাসিমুখে দাদা জানান, তিনি প্রথম প্রথম শোয়ের সঞ্চালনার আগে অনুশীলন তো করতেনই। সঙ্গে বিগ বির কেবিসির এপিসোড গুলো দেখে অনুপ্রেরণাও নিতেন।

হট সিটে বসে বেশ মজার স্মৃতিচারণা করেন সৌরভ সহবাগ। অমিতাভ মজার সুরে দাদাকে বলেন, তিনি শুনেছেন মানুষকে অপেক্ষা করাতে ভালবাসেন সৌরভ। আসলে ২০০১ সালে টসের আগে অস্ট্রেলিয়ার ক‍্যাপ্টেন স্টিভ ওয়াকে মাঠে দাঁড় করিয়ে রাখার ঘটনা মনে করিয়েই মজা করছিলেন বিগ বি।

https://www.instagram.com/tv/CTWP_4rKrX4/?utm_medium=copy_link

সৌরভ সেদিনকার নেপথ‍্যের ঘটনা ফাঁস করে বলেন, আসলে সেদিন নিজের ব্লেজার খুঁজে পাচ্ছিলেন না তিনি। শেষে আরেকজনের ব্লেজার পরে টসে যেতে হয়েছিল তাঁকে। ঘটনায় স্টিভ ক্ষুব্ধ হলেও সেদিনের ম‍্যাচ জিতে গিয়েছিল ভারত। সৌরভ বলেন, এরপর থেকে ইচ্ছা করেই কয়েকবার দেরি করে টসে যেতেন তিনি। এটা তাঁর সৌভাগ‍্যের চিহ্ন বলে মনে হত।

সম্পর্কিত খবর

X