মহিলা দলের কোচ নির্বাচন নিয়ে এবার BCCI-কেই একহাত নিলেন ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি, কড়া ভাষায় জবাব চাইলেন

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার রমেশ পাওয়ার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রমেশ পাওয়ার। এতদিন পর্যন্ত দায়িত্বে থাকা উরকেরি রামনকে সরিয়ে রমেশ পাওয়ারের হাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দায়িত্ব তুলে দিয়েছে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি।

দীর্ঘদিন ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ভালো কাজ করার সত্ত্বেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণে কোচের পদ থেকে বাদ পড়ার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় ই-মেইল করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন উরকেরি রামন। এই ব্যাপারে রাহুল দাবি মুখ না খুললেও বিসিসিআই সভাপতি হওয়ার সত্বেও এই বিষয়ে সমালোচনা করেছেন সৌরভ গাঙ্গুলী।

wvraman201218 1 0

এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “উরকেরি রামন ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন ধরে ভালো কাজ করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিল অর্থাৎ কোচ হিসেবে উনার পারফরম্যান্স যথেষ্ট ভালো। তার সত্ত্বেও কিভাবে তাকে বাদ দেওয়া হলো সেটিই বুঝতে পারছি না।” সৌরভের মতে যদি কোন কোচ দলকে আইসিসির ইভেন্ট এর ফাইনালে তোলে তাহলে তাকে পুনরায় সুযোগ না দিয়ে এই ভাবে বাদ দিয়ে দেওয়া কখনই ঠিক নয়। আমি এই ব্যাপারে আরও খোঁজ খবর নেব।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর