ইয়ে সিন্দুর- এ মুগ্ধ মহারাজ। করলেন খিলাড়ির প্রশংসা।

 

বাংলা হান্ট ডেস্ক: ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন প্রকাশ পেতে চলেছে অক্ষয় এর পরবর্তী ছবি মিশন মঙ্গল। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রথম পদক্ষেপেই সফল মঙ্গল অভিযানের কাহিনিই উঠে আসবে ‘মিশন মঙ্গল’-এ। অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিদ্যা বালান, তাপসী পন্নু, সোনাক্ষী সিনহা, শরমন যোশীর মতো অভিনেতাদের। সেই ছবির প্রচারে অক্ষয় কুমারের গলায় ‘ইয়ে সিন্দুর’ কবিতাটি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে এখনই। কবিতায় অক্ষয় এর গলায় ”এই চুড়ি আর বালার শব্দ হবে। একটা স্বপ্ন সারারাত জাগিয়ে রাখবে। আকাশ যত উঁচুতে থাকুক না কেন, এই সিঁদুর বহুদূর পৌঁছে যাবে”- কথাগুলো শুনলে মানুষের মনে খেলে যায় অদ্ভুত এক অনুভূতি।শুধু এই একটিই নয়,
আগামী ছবি ‘মিশন মঙ্গল’-এর প্রচারের জন্য এই রকম বেশ কিছু অভিনব চমক রেখেছে অক্ষয়।তবে এই কবিতার ফল বেশ ভালোভাবে পেয়েছে বলিউডের খিলাড়ি।কবিতার মধ্যে রয়েছে বাংলা, গুজরাটি, মারাঠি ও পাঞ্জাবি ভাষা।তবে এই কবিতার বেশ ভালো ফল পেলেন খিলাড়ি। অক্ষয় এর গলায় বাংলা কবিতা শুনে তারিফ করেছেন সৌরভ।তার ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মহারাজ লেখেন, “আকাশ শেষ সীমানা নয়। মহিলাদের এই বিশ্বাস, শক্তি ও সাহসকে সম্মান জানায় মিশন মঙ্গল।”
মহারাজকে ধন্যবাদ জানিয়ে পাল্টা ট্যুইট করেছেন অক্ষয়ও।

তবে শুধু মহারাজ না, মারাঠিতে কবিতা আবৃত্তি করার জন্য তার তারিফ করেছেন রিতেশ। গুজরাটিতে অক্ষয়ের দক্ষতা দেখে পরেশ রাওয়ালও তার প্রশংসা করে।
অক্ষয় এর মতে, বিজ্ঞানের ভাষা সার্বজনীন। এর কোনও ধর্ম, সীমা নেই। মহিলা বিজ্ঞানীদের উদ্দেশে এটা তাঁর সম্মান। কোনও ভুল থাকলে তার জন্য ক্ষমাও করে দেওয়ার আবেদন করেছেন মিস্টার খিলাড়ি।

সম্পর্কিত খবর