বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে সদ্যই নিজেদের দেশে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ফলে হারিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে ভারতের বিরুদ্ধে (India vs Australia) অস্ট্রেলিয়া যে দুটি টেস্ট ম্যাচ খেলেছিল নাগপুর এবং দিল্লীতে সেই দুটি ম্যাচেই তাদেরকে হারতে হয়েছিল। কিন্তু পারিবারিক সমস্যার কারণে যখন তাকে দেশে ফিরতে হয় তখন অধিনায়কত্বের দায়িত্ব নেন এবং অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট যেতে এবং আহমেদাবাদের টেস্ট ড্র করে। সিরিজের এই ফলাফলের কারণে দুই দল এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) যোগ্যতা অর্জন করেছে।
কিন্তু অস্ট্রেলিয়া শেষ দুই টেস্টে যেভাবে লড়াই করেছে তা দেখে চিন্তিত অনেকেই। ইংল্যান্ডের ওভারে জুন মাসের ৭ তারিখ থেকে আরম্ভ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বোলাররা সেই পরিস্থিতিতে ভারতের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের সামলে ভারতীয় দল কিভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারে সেই নিয়ে এবার একটি পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি পরামর্শ দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে ভারতের টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনার। হার্দিক পান্ডিয়া গত কয়েক বছরে আর ভারতীয় টেস্ট দলের অংশ নন। একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে এই মুহূর্তে টেস্ট দলে গুরুত্ব দেওয়া হচ্ছে শার্দূল ঠাকুরকে। তিনি যে সাফল্য পাননি এমনটা নয়। কিন্তু সৌরভ বিশ্বাস করেন যে টেস্ট ক্রিকেটে এখনো উপযোগিতা দেখাতে পারবেন হার্দিক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি এখনো মনে করি যে হার্দিক ভারতীয় টেস্ট দলের সম্পদ হয়ে ওঠার মতো ক্ষমতা রাখে। আমি মনে করি ওকে টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনা উচিত এবং মানুষকে ভবিষ্যতে সেই জন্যই মনে রাখবে।” হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে জবে থেকে মাঠে ফিরেছেন তবে থেকে তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দক্ষতার পাশাপাশি মানসিক স্থিরতা ও পরিণতিবোধের বিকাশ ঘটেছে মনটা অনেকেই বিশ্বাস করেন।
এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া নিয়মিতভাবে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার অধিনায়ক হতে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম মরশুমেই টুর্নামেন্ট জয় করেছে। নতুন এবং পুরনো বল, দুটি হাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন হার্দিক। তিনি এখন আর শুধু ধুমধাড়াক্কা ফিনিশার নন, দলের প্রয়োজনের ধৈর্য ধরে ইনিংস গড়তেও সক্ষম। সৌরভের এই পরামর্শ অনুযায়ী ইংল্যান্ডের পরিস্থিতির কথা মাথায় রেখে তাকে কি দলে ফেরত আনবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই উত্তর পেতে আপাতত আরও দুই মাস অপেক্ষা করতে হবে।