বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিন-চার দিন আগে চিত্রটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ভারতীয় ক্রিকেট ভক্তদের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট ভক্তরাও ছিলেন অত্যন্ত আনন্দে। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান আরম্ভ করেছিল। কিন্তু ১৪ ই অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর থেকে যেন চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ভারতীয় দল ম্যাচ জেতার পর। অপরদিকে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে পাকিস্তান।
আহমেদাবাদে ওই মেগা ম্যাচ শুরুর আগে দুই দলের পারফরম্যান্স কেমন হতে পারে সেই নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশঙ্কা করেছিলেন একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কিন্তু বাস্তবটা দেখা গিয়েছে যে সম্পূর্ণ অন্যরকম। একটা সময়ের পর ভারতের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান।
ম্যাচ শুরুর আগে হোটেল থেকে স্টেডিয়ামে রওনা দেওয়ার আগে সৌরভ একটি ভিডিও প্রকাশ করে সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম, দুজনকেই এই হাইভোল্টেজ ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি বিশ্বাস করেন ভারত কিছুটা হলেও এগিয়ে রয়েছে এই ম্যাচে।
তার কথাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে। তবে পাকিস্তান যে এভাবে আত্মসমর্পণ করবে তা হয়তো তিনিও আশা করেননি। নিরাশ হয়ে তাই ম্যাচের ফরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের কড়া সমালোচনা করেছেন তিনি।
আরও পড়ুন: তেজি ঘোড়ার মতো ছুটছেন রোহিত! ভেঙে যাবে সৌরভ গাঙ্গুলীর এই অবিশ্বাস্য রেকর্ড
সৌরভ নিজের বক্তব্য বলেছেন, “আমাদের সময়ে পাকিস্তান আলাদা দল ছিল, এটা আমরা যে ধরনের পাকিস্তান দল খেলতাম তা নয়। এই দলটি ব্যাটিংয়ের সময় চাপ সামলাতে পারে না। আমার মনে হয় এই ব্যাটিং নিয়ে তাদের পক্ষে এই টুর্নামেন্টে এত বড় একটা হারের ধাক্কা কাটিয়ে প্রত্যাবর্তন করা সম্ভব নয়।”