‘কলকাতার সঙ্গে ওর যোগ অনেক গভীর’, শাহরুখের প্রশংসা করে তাকে ২০২৩-এর জন্য শুভেচ্ছা জানালেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলী এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক কেমন? যে কোনও সাধারণ মানুষের সামনে এই প্রশ্ন তুলে ধরলে তারা এই প্রশ্নের উত্তর দিতে দু বার ঢোঁক গিলবেন। এই নিয়ে একেক জন মানুষ একেক রকম মত পোষণ করেন, এমনটাও দেখা গেছে। এ কথা ঠিক যে প্রকাশ্যে তাদের দুজনকে কোনওদিনও একে অপরের নিন্দা করতে শোনা যায়নি।

কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকার ১০০টা কারণ রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শাহরুখ খানের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল কলকাতার নাইট রাইডার্স ২০০৮ সালে আইপিএলের মঞ্চে নিজেদের যাত্রা শুরু করেছিল। কিন্তু পরের বছরই কোন অজ্ঞাত কারণে সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০১০ সালে ফের একবার সৌরভকে অধিনায়ক করা হয় এবং তার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করলেও একটু জন্য তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর কেকেআর দলটিকে নতুন করে সাজানো হয় এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ছেঁটে ফেলা হয়েছিল কলকাতার ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। এই নিয়ে সৌরভের মনে কোনও ক্ষোভ কি কোনওদিন ছিল না?

sourav chairman

এরপর যখন ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়, তখন শাহরুখ খান চেয়েছিলেন কলকাতার ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা পেতে। কিন্তু কলকাতার মাটিতে সৌরভের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তার আবেদনকে নাকচ করে সৌরভের হাতেই কলকাতার ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা আসে। এরপর শাহরুখকে অন্য ফ্র‍্যাঞ্চাইজি অফার করা হলেও তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি কলকাতা ছাড়া অন্য কোনও রাজ্যের ফ্র‍্যাঞ্চাইজি দল পরিচালনা করবেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও নিজের অংশীদারদের সঙ্গে মিলে অ্যাটলেটিকো দি মাদ্রিদের সঙ্গে কলকাতার ফ্র্যাঞ্চাইজির জুটি বেঁধে তাদেরকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিলেন প্রথম তিন বছর। কিন্তু তাতে যে শাহরুখ খানের হাতের গ্রাস ফসকে যাওয়ার আফসোস মিটে যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই।

shah rukh khan srk 380

এরপর সিএবি সভাপতি থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ। একাধিকবার আইপিএলের সময় দুজনের দেখা হয়েছে। কোনও সময়ই তাদের দুজনের কাউকেই নিজেদের মধ্যে কোন অসম্মানজনক পরিস্থিতি তৈরি করতে দেখা যায়নি। আর আজ ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেও শাহরুখকে আগামীর জন্য শুভেচ্ছাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন বিসিআই সভাপতি উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে শাহরুখকে উদ্দেশ্য করে বলেন, “সকলেই জানে শাহরুখ খানের সঙ্গে কলকাতার যোগসূত্র শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। ওর সঙ্গে কলকাতার যোগ আরো অনেক গভীর। সামনের বছর ওর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিনেমা মুক্তি পেতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তগুলো ওর পাশাপাশি আমাদের সকলের জন্যই বিশেষ হতে চলেছে।” তবে শুধু শাহরুখ খান নয়, মঞ্চ থেকে অমিতাভ বচ্চনের প্রশংসা করে তার শতায়ু কামনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর