দেড় বছর পরেও মেলেনি ফ্ল্যাট! পুরস্কারের নামে প্রতারণার শিকার ‘দাদাগিরি’ সিজন ৯-র বিজেতা মইনুদ্দিন

বাংলা হান্ট ডেস্ক : ‘দাদাগিরি’ (Dadagiri) কাকে বলে তা বুঝিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। জি বাংলার (Zee Bangla) পর্দায় আসার আগেই লর্ডসের মাঠে জার্সি উড়িয়ে সৌরভ বুঝিয়ে দিয়েছেন ‘দাদাগিরি’ কাকে বলে! আজও দর্শকরা জি বাংলার অনুষ্ঠানে ভিড় করেন কেবলমাত্র তাকে দেখার জন্যই। এমনকি প্রতিযোগিদের মধ্যেও এমন অনেকজন থাকেন যারা কেবল দাদাকে দেখার জন্যই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।

তবে তারমধ্যেও কিছু প্রতিযোগি এমন থাকেন যাদের জ্ঞান দেখলে অবাক হতে হয়। এই যেমন, ‘দাদাগিরি সিজন ৯’র বিজয়ী প্রার্থী মইনুদ্দিন (Moinuddin)। বীরভূমের হয়ে খেলেছিলেন তিনি। মঈনুদ্দিন চোখে দেখতে না পেলেও তার জ্ঞানের পরিধি বিশাল। আর তার প্রমাণ মিলেছিল ‘দাদাগিরি’র ফাইনাল এপিসোডের দিন। তিনি ছিলেন বীরভূমের ক্যাপ্টেন।

এইদিন তাকে ঘিরে জেলার বাকিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। আর হবে নাই বা কেন, তার দৌলতেই তো ট্রফি নিয়ে গেছিল বীরভূম। সেইদিন দুঃস্থ, দরিদ্র পরিবারের ছেলে মইনুদ্দিনের কেরামতি দেখে চোখ ভিজেছিল গোটা বাংলার। পুরস্কার স্বরূপ তাকে এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিল ক্যাপ্টেন টিএমটি। পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় ১৫ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট দেওয়ার কথা বলা হয়েছিল।

তবে এবার সেই ফ্ল্যাট নিয়েই শুরু হল বড় বিতর্ক‌। সম্প্রতি মইনুদ্দিন অভিযোগ করেছেন, টিএমটির পক্ষ থেকে কথা রাখেনি। তাকে যে ১৫ লক্ষ টাকার ফ্ল্যাট দেওয়ার কথা বলা হয়েছিল তা দেওয়া হয়নি। আর সম্প্রতি সেটা নিয়েই সরব হয়েছে নেটিজেনদের একাংশ। সেই দলে যোগ দিয়েছেন বাংলা পক্ষ ও সংস্থার সহ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : পানিহাটিতে হাড়হিম করা ঘটনা, বিষ্ফোরণে উড়ল যুবকের হাত! তীব্রতা দেখে চাঞ্চল্য এলাকায়

এইদিন তিনি নিজের ফেসবুক থেকে লেখেন, ‘এ কেমন দাদাগিরি? এখনও প্রাইজ হিসেবে ১৫ লক্ষ টাকার ফ্ল্যাট দাদাগিরি সিজন ৯ গ্রান্ড ফাইনাল জয়ী মইনুদ্দিনকে দেয়নি ক্যাপ্টেন টিএমটি রাস্টগার্ড। তাহলে কোটি কোটি বাঙালির সামনে ওই প্রাইজ ঘোষণার মানে কি?’ তারপর থেকে নেটিজনরাও ক্ষেপে উঠেছে। আসলে দুঃস্থ মানুষটির এই অসহায় অবস্থা কেউই মেনে নিতে পারছেনা। যদিও জি বাংলা বা সৌরভ গাঙ্গুলি কেউই এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর