মাত্র ২১ বছরেই রোজগার কাঁড়ি কাঁড়ি টাকা! সৌরভ কন্যা সানার স্যালারি দেখলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : সানা গাঙ্গুলী (Sana Ganguly)। নামটাই যথেষ্ট। বাবা সৌরভ (Sourav Ganguly) আর মা ডোনার ছত্রছায়ায় ছোটবেলাটা কাটলেও আজ সানা তাদেরকে ছেড়ে আজ অনেকটাই দূরে। দেশের গন্ডি পেরিয়ে পা রেখেছেন বিলেতের মাটিতে। সদ্য স্নাতক পাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মাঝে করোনার জন্য বিশ্ব জুড়ে লকডাউন হলেও তিনি অবশ্য নিজের পড়াশোনা চালিয়ে যান।

লরেটো স্কুলের ছাত্রী ছিলেন সানা। উচ্চশিক্ষার জন্যেই লন্ডন পাড়ি দিয়েছিলেন সৌরভ কন্যা। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিত স্নাতক হয়েছেন সানা গঙ্গোপাধ্যায়। বলা বাহুল্য, বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার কিংবা মায়ের দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবে জগৎজোড়া খ্যাতি থাকলেও সানা কিন্তু তাদের কারোর পেশাকেই বেছে নেন নি।

   

আরোও পড়ুন : শেষমেশ কাটল জট! তৈরি হল ৬ মিটার লম্বা ক্রস প্যাসেজ, অভিনব উদ্যোগ এবার বউবাজার মেট্রোয়

তিনি অবশ্য ছোটবেলা থেকেই নিজের লক্ষ্যে অবিচল থেকেছে। কর্পোরেট দুনিয়ায় পা রাখার সাথে সাথেই দুর্দান্ত বেতনের চাকরিও পেয়ে গিয়েছেন সৌরভ কন্যা।স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেছেন সানা। সেখানে মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন সানা।

আরোও পড়ুন : গরমের ছুটিতে জনারণ্য দার্জিলিংয়ে! ‘ঝোপ বুঝে কোপ’ গাড়ি চালকদের, এতটা বাড়ল ভাড়া

বর্তমানে বিশ্বের অন্যতম চর্চিত কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে (Deloitte) ইন্টার্ন হিসাবে যোগ দিয়েছেন। গ্লাসডোরের মতো বিভিন্ন রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডেলয়েট সংস্থায় ইন্টার্নদের বার্ষিক প্যাকেজই থাকে ৫ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে৷ এবার, ৩০ লক্ষ টাকা বার্ষিক পে প্যাকেজে চাকরি করছেন নাকি সানা৷ অর্থাৎ তাঁর মাসিক পে প্যাকেজ হতে পারে ৩ লক্ষ টাকা৷

Sana Ganguly will get a salary of several lakhs

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন গর্বিত বাবা৷ বিভিন্ন জায়গায় তিনি সানার সম্পর্কে নানান কথা তুলে ধরেন। বলা বাহুল্য, চারদিকেই সানার চাকরি নিয়ে চলে নানা আলোচনা৷ এবার সানার বার্ষিক বেতন সামনে আসতেই চক্ষু চড়কগাছ হল আম বাঙালির৷ কারণ তাঁরা অনেকেই দীর্ঘদিন চাকরি করার পরেও এই বেতনের ধারেকাছে পৌঁছন না৷

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর