বাংলা হান্ট-এর সাক্ষাৎকারে সৌরভের সমালোচনা! মেসি ভক্তের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা মহারাজের

Published on:

Published on:

Sourav Ganguly files defamation case against Messi fan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত সফর সম্পন্ন করে ফিরে গিয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। যদিও, কলকাতায় মেসি ইভেন্টে বিশৃঙ্খলার পর শুরু হওয়া বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। এই আবহেই মেসি ইভেন্টের পরে বাংলা হান্ট-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তুমুল সমালোচনা করেছিলেন কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা।

বড় পদক্ষেপ সৌরভের (Sourav Ganguly):

এমতাবস্থায়, মানহানিকর মন্তব্য করার অভিযোগ সামনে এনে উত্তমের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করলেন সৌরভ। ইতিমধ্যেই তিনি লালবাজারের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, উত্তমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে।

বিষয়টির পরিপ্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন যে, যুবভারতীতে মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলার সূত্রপাত হয়েছিল সেই ঘটনায় সৌরভের ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন উত্তম। এদিকে, ওই অনুষ্ঠানে সৌরভ কেবল একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে দাবি করেন আইনজীবী। অর্থাৎ, ওই ইভেন্টে সৌরভ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না।

আরও পড়ুন: ভারতে আরও গতি পাবে iPhone উৎপাদন! বড় পদক্ষেপ নিল টাটা গ্রুপ, জানলে চমকে উঠবেন

এই আবহে, উত্তম সৌরভের নামে মিথ্যে তথ্য প্রচার করে তাঁকে যেভাবে ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করেছেন তাতে ভারতের প্রাক্তন অধিনায়কের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়। এমতাবস্থায়, মানহানির নোটিশ পাঠানোর পাশাপাশি FIR দায়ের করা হয়েছে লালবাজারে।

আরও পড়ুন: বড় খবর! মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তন করল SEBI, প্রভাবিত হবেন বিনিয়োগকারীরা?

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলা হান্টের সঙ্গে সাক্ষাৎকারে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে ‘দালাল’ বলেছিলেন উত্তম। পাশাপাশি তিনি বলেন, শতদ্রুর পেছনে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন। উত্তম জানান, ‘সৌরভের চিটিংবাজি নিয়ে কোনও কথা নেই। এটা সবাই জেনে গেছে। সকালবেলায় বিজেপি, আর বিকেল বেলায় মমতা ব্যানার্জি। টাকা যেখানে, সেখানে দৌড় দেয়।’ এমতাবস্থায়, এবার উত্তমের বিরুদ্ধেই মানহানির মামলা করলেন সৌরভ।