বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কিছু মাস আগে কলকাতায় অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরের ট্রায়ালের সময় তরুণ ক্রিকেটার কুমার কুশাগ্র (Kumar Kushagra) এই মুহূর্তে ওই দলের ডিরেক্টর অফ ক্রিকেট, সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) মুগ্ধ করেন। ঝাড়খণ্ডের ১৯ বছর বয়সী উইকেটরক্ষকের জন্য তিনি তখনই আইপিএল (IPL 2024) মিনি অকশনের (IPL Mini Auction) আগে ১০ কোটি টাকার বাজেট ধরে রাখতে বলেন ফ্র্যাঞ্চাইজিটিকে।
যদিও আইপিএলে এই তরুণ ক্রিকেটারের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ টাকা। কিন্তু প্রতিভাবান এই ক্রিকেটারকে প্রাক্তন ভারত অধিনায়ক আইপিএল নিলামে দলে পাওয়ার জন্য যে কোনও মূল্য পেশ করতে প্রস্তুত ছিলেন। শেষপর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই কথাকে সত্য প্রমাণ করে ১০ কোটি না হলেও ৭ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কুশাগ্রকে দলে নেয় ক্যাপিটালস শিবির।
কুশাগ্র দলে পাওয়ার জন্য দিল্লিকে লড়তে হয়েছিল চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে। ধোনি যেমন ঝাড়খণ্ডের থেকে একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিতি লাভ করেছেন, ঠিক একই ব্যাপার ঘটার সম্ভবনাও দেখা যাচ্ছে এই তরুণ ক্রিকেটারের ক্ষেত্রে। কুমার কুশাগ্ৰও ধোনির মতোই ঝাড়খণ্ড থেকে উঠে আসছেন।
আরও পড়ুন: একসময় তার ধাক্কায় শরীর নড়বড়ে হয়েছিল! আসন্ন IPL-এ সেই ধোনির নেতৃত্বেই মাঠে নামবেন মুস্তাফিজুর
তাকে ট্রায়ালে দেখে সৌরভের মুগ্ধ হওয়ার অবশ্য একটা বিশেষ কারণ আছে। তার মধ্যে যেন ধোনির ছায়াও দেখতে পেয়েছিলেন সৌরভ। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েরও ট্রায়াল দিয়েছিলেন তিনি। সেখানেই তার কিপিংয়ে ধোনির সঙ্গে সূক্ষ্ম কিছু মিল খুঁজে পান মহারাজ।
আরও পড়ুন: ৩ টি কারণ, যার জন্য IPL-এ রেকর্ড পরিমাণ অর্থে স্টার্ককে কিনে ভুল করলো গম্ভীরের KKR!
এই প্রসঙ্গে কুমার কুশাগ্ৰর পিতা শশীকান্ত এক সাক্ষাৎকারে বলেছেন, “ট্রায়ালে উনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) তার (কুমার কুশাগ্ৰ) ছয় মারার ক্ষমতা এবং মাঠে খেলার দক্ষতায় মুগ্ধ হয়েছিল। তার কিপিং দক্ষতাও তাকে মুগ্ধ করেছিল। এমনকি তিনি তাকে এটাও বলেছিলেন যে তার মধ্যে এমএস ধোনির কিছুটা ছায়া তার কিপিংয়ে তিনি দেখতে পেয়েছেন।”