বাংলা হান্ট ডেস্ক: কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শোচনীয় পরাজয়ের পর অনেক প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, স্পিন কী আর টিম ইন্ডিয়ার শক্তি নয় বা টিম ইন্ডিয়ার কী স্পিনিং ট্র্যাক তৈরি বন্ধ করা উচিত তা নিয়েও শুরু হয়েছে সমলোচনা। উল্লেখ্য যে, কলকাতা টেস্ট মাত্র ৩ দিনের মধ্যে শেষ হয়ে যায়। যেখানে ভারতকে ৩০ রানে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। ঠিক এই আবহেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভারতীয় দলকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
কী পরামর্শ দিয়েছেন সৌরভ (Sourav Ganguly):
“পিচ নিয়ে ঝামেলা না করে, শুধু খেল”: সৌরভ গাঙ্গুলি জানান যে, ইডেন গার্ডেন্সের পিচটি ঠিক সেইরকমই ছিল যা ভারতীয় দল দাবি করেছিল। এরপর সৌরভ যা জানান তা আরও উল্লেখযোগ্য। তিনি বলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত ঘরের মাঠে আধিপত্য বিস্তারের জন্য পিচের সঙ্গে বিকৃতি বন্ধ করা। তাঁর মতে, পিচ এমন হওয়া উচিত যাতে ভালো খেলা যায়। এর অর্থ হল এমন একটি পিচ যা ব্যাটার এবং বোলার উভয়ের জন্যই কিছু না কিছু সাহায্য করে। অর্থাৎ, পিচ ৩৫০-এর বেশি রান তৈরি করতে পারে এবং বোলারদের উইকেট নিতেও অনুপ্রাণিত করে।

“শামিকে নিয়ে আসা হোক”: সৌরভ গাঙ্গুলি জানান, “আমি আশা করি গৌতম গম্ভীর আমার কথা শুনবেন।” সৌরভ গম্ভীরকে পিচ পরিবর্তন করার চেষ্টা করার চেয়ে বোলিং শক্তির ওপর নির্ভর করার পরামর্শ দেন। ভারতীয় দলে বুমরাহ এবং সিরাজ আছেন। যাঁরা ভালো বোলিং করছেন। তবে সৌরভ মনে করেন শামিকেও দলে আনা উচিত। তাঁরও ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। সৌরভ গাঙ্গুলির এই বক্তব্য থেকে স্পষ্ট যে কোথাও না কোথাও তিনি টেস্টের জন্য টিম ইন্ডিয়ার বিশেষ পিচের দাবিতে খুশি নন।
গম্ভীর পিচ সম্পর্কে কী জানান: কলকাতা টেস্টের পর সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর জানান যে পিচটি ঠিক তাঁর পছন্দের ছিল। কিউরেটর খুবই সহায়ক ছিলেন। গম্ভীর স্বীকার করেছেন যে, ভালো না খেললে হারতে হবে। ১২৪ রানের স্কোর লক্ষ্যভেদ করা সম্ভব। পিচে কোনও ভুল ছিল না।
আরও পড়ুন: SIR-এর বিরোধিতা করেও বিহারে কংগ্রেসের ভরাডুবি! প্রশ্ন তুললেন শাকিল আহমেদ, মমতাও করছেন একই ভুল?
তবে, গম্ভীর যতই তার সিদ্ধান্তের পক্ষে থাকুন না কেন, সত্য লুকনো যাবে না। কারণ ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও একই ঘটনা ঘটেছিল। ভারতীয় দল স্পিন সহায়ক পিচ দাবি করেছিল এবং তার পরিণতিও ভোগ করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।












