বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) আসন্ন বায়োপিক নিয়ে উত্তেজনার অন্ত নেই সিনেমহলে। দীর্ঘ জল্পনা কল্পনার পর ‘দাদা’ নিজেই স্বীকৃতি দিয়েছেন এই খবরে। এর পরেই যে প্রশ্ন উঠে আসছিল তা হল, সৌরভের চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে? দৌড়ে সবার আগে ছিলেন রণবীর কাপুর (ranbir kapoor)। কিন্তু শোনা যাচ্ছে তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন ছবির প্রস্তাব।
সৌরভের বায়োপিকে অভিনয় করতে নাকি একদমই আগ্রহী নন রণবীর। তাঁর বক্তব্য, কারোর বিয়োপিকেই অভিনয় করতে রাজি নন তিনি। তবে সঞ্জয় দত্তের বায়োপিকে যে তিনি অভিনয় করলেন? অভিনেতার সাফাই, ওটাই একমাত্র ব্যতিক্রম। ছবির জন্য ‘হ্যাঁ’ না বলার আরো একটি কারণ দর্শিয়েছেন রণবীর। তাঁর বক্তব্য, তিনি ক্রিকেটের থেকে ফুটবলে বেশি আগ্রহী। নিজে খেলেনও। কিন্তু সৌরভের বায়োপিকে অভিনয় করলে গোটা ছবি জুড়েই শুধু ক্রিকেট। তাই পিছিয়ে এসেছেন রণবীর।
টলিউডে ক্রিকেটের মহারাজের চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chatterjee)। কিন্তু খবর মিলেছে তাঁকে নাকি বাতিল করে দিয়েছেন প্রযোজকরা। কারণ সৌরভের বায়োপিকের জন্য একজন সর্বভারতীয় মুখের সন্ধানে রয়েছেন তাঁরা। অগত্যা এখন যে সম্ভাবনা নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তা হল, নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে পারেন সৌরভ।
‘দাদাগিরি’ বিসিসিআই সভাপতির দুরন্ত সঞ্চালনার ভক্ত সকলেই। একের পর বিজ্ঞাপনেও দারুন অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ক্যামেরার সামনে অনেকটাই ধাতস্থ হয়ে গিয়েছেন সৌরভ। তাই দাদার বায়োপিকে শেষমেষ দাদাকেই হয়তো দেখা যেতে পারে। এমনটা ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকে।
ছবির নির্মাতারা কী বলছেন এই বিষয়ে? তাদের বক্তব্য, এখনো চিত্রনাট্য লেখার কাজই শেষ হয়নি। সেটা মিটলে তারপরই কাস্টের ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে। অভিনেতার পাশাপাশি অভিনেত্রীদের নামও পছন্দ করার ব্যাপার রয়েছে।