সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (sourav ganguly) বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে নিজের বাড়িতেই জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপর তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রের খবর অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টির পর উনি বেশ ভালো আছেন। রাতে ভালো ঘুমও হয়েছে।

শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে। গতকাল রাতে হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে স্বাভাবিক ভাবেই কথা বলেছেন তিনি। আজ ওনার রুটিন ECG করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সৌরভের করোনা রিপোর্ট নেগেটিভ। রাতে জ্বরও আসেনি তাঁর।

এদিকে সাত সকালে আবারও হাসপাতালে পৌঁছে গিয়েছেন সৌরভ কন্যা সানা। রাতে ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা দুজনেই হাসপাতালে ছিলেন। কিন্তু পরে সানা বাড়ি চলে যান। ওনাদের থাকার জন্য হাসপাতালের মধ্যেই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে। ICU-2 এ ভর্তি রয়েছেন সৌরভ। রাতে টোস্ট, চিকেন স্টু আচ ফল খেয়েছিলেন তিনি।

Koushik Dutta

সম্পর্কিত খবর