আরজিকর কান্ডে বিতর্কিত মন্তব্যের পর, পুজো উদ্বোধনে সৌরভ বললেন, ‘এই শেষ…’

বাংলা হান্ট ডেস্ক : আর জি কর কাণ্ডের প্রতিক্রিয়া দেওয়ার পর থেকেই বিগত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।  সৌরভের (Sourav Ganguly) করা বিতর্কিত মন্তব্যে জেরে কম জল ঘোলা হয়নি। ধর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করায় নেটিজেনদের একাংশ তো বটেই সৌরভকে (Sourav Ganguly) এক হাত নিয়েছিলেন বিনোদন জগতের তারকারাও।

পুজো উদ্বোধনে  সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)

তবে সৌরভ একা নন একই ঘটনায় বিতর্কিত মন্তব্য করে একইভাবে কটাক্ষের  মুখে পড়েছিলেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী এবং কন্যা সানা গাঙ্গুলিও। তবে এই সমস্ত প্রতিকূলতার মধ্যেই নিজস্ব নিয়মে শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব  দুর্গা পুজো। এবার এই পুজো উপলক্ষেই স্বমহিমায় ধরা দিলেন মহারাজ।

এদিন পুজো উদ্বোধন করতে সৌরভ পৌঁছে গিয়েছিলেন হাওড়া জেলার শিবপুরের মন্দিরতলার একটি পুজোতে। সেখানকার পুজো এবছর ১০০ বছরে পা রেখেছে। সেই পুজোর উদ্বোধনে  গিয়েই এদিন সৌরভ বলেন, ‘আমি দুর্গাপুজো উদ্বোধন করি না। এটা এই বছরের প্রথম ও শেষ দুর্গাপুজো উদ্বোধন।’

আরও পড়ুন : এক দশক পর ফিরল পুরনো নস্টালজিয়া! আঁচলের কুশান-টুসুকে দেখেই উচ্ছসিত দর্শক

যদিও তারপরেই সৌরভ মহারাজকে দেখা গেল তাঁর নিজের পাড়ার দুর্গাপুজায়। এছাড়া বড়িশা প্লেয়ার্স কর্নার এর পুজাও উদ্বোধন করেছেন  তিনি। তবে এ বছরের দুর্গাপুজায় সৌরভের স্ত্রী এবং কন্যা দুজনেই রয়েছেন লন্ডনে। পড়াশোনা শেষ করার পর সৌরভ কন্যা সানা এখন বিদেশেই চাকরি করছেন।

কিছুদিন আগেই আরজিকর কান্ডের ভয়াবহ ঘটনার পর কলকাতায় এসেছিলেন সানা। এছাড়া এই একই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডোনা গাঙ্গুলী বলেছিলেন ‘রেপ টেপ’ মন্তব্য করেছিলেন ডোনা। যার জেরে ইতিমধ্যেই বিদেশে ডোন গাঙ্গুলির  একটি শো ক্যানসেল হয়েছে ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর