এক ব্যক্তি এক পদ এই ইস্যুতে এবার বিপাকে পড়তে চলেছে ভারতের প্রাপ্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। স্বার্থের সংঘাত ইস্যুতে এবার বিসিসিআই কে সৌরভ গাঙ্গুলির নিয়ে নোটিশ পাঠালো বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন। জানা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে বেনিফিট অফ ডাউট দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বিসিসিআই কে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন যে একটির বেশি পদে থাকতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়াও বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন জানিয়েছেন যে কোনো কারণে এই নিয়মের লঙ্ঘন করলে সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া বিসিসিআই-র সংবিধান 38 ও 38(2) ধারা অমান্য করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড কে আরও বেশি স্বচ্ছ করে তোলার লক্ষ্যে বোর্ডের মাথায় বসানো হয় কমিটি অফ আডমিনিটেরকে। আর তারপরেই সুপ্রিমকোর্টের নির্দেশে 2018 সালের আগস্টে তৈরি হয় নুতন বিসিসিআই সংবিধান।
কিন্তু তার অনেক আগে থেকেই সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর বিভিন্ন পদে ছিলেন। কিন্তু সেই সময়ে এই নুতন আইন চালু না হওয়ার কারণে এথিক্স অফিসার ডিকে জৈন জানিয়েছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে। সেই সাথে এথিক্স অফিসার ডিকে জৈন জানিয়েছিলেন এই মুহূর্তে নুতন আইন চলে আসার ফলে কোনো ভাবেই একটির বেশি পদে থাকতে পারবেন না সৌরভ গাঙ্গুলি।
উল্লেখ্য এই সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিন ধরে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। একসময় যখন একজন নেতার অভাবে ভারতীয় দল প্রায় ডুবে যেতে বসেছিল সেই সময় ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলী এবং তিনি একা হাতে নিজের বুদ্ধিতে ভারতীয় দলকে এক মজবুত স্থিতিতে পৌঁছে দিয়েছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর পরে ভারতীয় ক্রিকেটের নানান উন্নয়নমূলক কাজে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে আর তাই বিসিসিআই এর একাধিক পদে ছিলেন সৌরভ গাঙ্গুলী এবং তিনি দক্ষ হাতে সামলেছেন ভারতের ক্রিকেটকে।