আইসিসির উপর চাপ বাড়াতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এবং সচিব জয়।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের উন্নয়নের জন্য একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিসিসিআই আর চুপচাপ বসে থাকবেনা নিজেদের দাবি দাবা বুঝে নেবে বিসিসিআই। এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় সহ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আধিকারিক এর সাথে বৈঠকে বসতে চলেছেন। তাদের সাথে বৈঠকে বসে আইসিসির কাছে নিজেদের সমস্ত দাবি আদায়ের ব্যাপারে আলোচনা করবেন। সূত্রে খবর আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে বৈঠক করে তাদেরকে পাশে পেতে চাইছেন সৌরভ গাঙ্গুলী আর সেজন্যই তাদের সাথে বৈঠকে বসতে চলেছেন তিনি।

কিছুদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভসে আইসিসিকে চিঠি দিয়ে বেশ কিছু দাবি দাওয়ার বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আইসিসি তরফ থেকে 2023 থেকে 2031 পর্যন্ত যে ফিউচার টুরস প্রোগ্রাম প্রস্তাবিত হয়েছে সেটা তাদের পক্ষে মানা সম্ভব নয়। অপরদিকে আইসিসির তরফ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কে জানানো হয়েছে যে 2016 সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরকারকে যে পরিমাণ কর দিতে হয়েছিল আইসিসিকে, সেটা বিসিসিআই এর বার্ষিক লভ্যাংশ থেকে কেটে নেবে আইসিসি।

i 735x400

এছাড়াও আসিসির তরফ থেকে জানানো হয়েছিল যে আগামী 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2023 সালে 50 ওভারের যে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে সেই বিশ্বকাপ গুলিতেও কর ছাড়ের ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে বিসিসিআইকে। এই ব্যাপারে বিসিসিআই আইসিসিকে জানিয়েছে যে এই ব্যাপারে তাদের কোনো রকম হাত নেই, এটা পুরোপুরি ভাবে নির্ভর করছে ভারত সরকারের ওপর। আর বারে বারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর আইসিসির এই অন্যায় আবদার না মেনে নিতে পেরে ক্ষুব্ধ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর তাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে পাশে নিয়ে আইসিসির ওপর নিজেদের দাবি গুলি জোরালো করতে চাইছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ।


Udayan Biswas

সম্পর্কিত খবর