BCCI-এর সভাপতির পদ ছাড়তে পারেন সৌরভ, নতুন সভাপতি হিসাবে উঠে আসছে এই দুজনের নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুব শীঘ্রই বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিসিসিআইয়ের মধ্যে। ২-রা মার্চ বিসিসিআই একটি বৈঠক করবে, যেখানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর ভাগ্য নির্ধারিত হবে। সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের মেয়াদ শ্রীঘ্রই শেষ হতে চলেছে। এমতাবস্থায় বিসিসিআই-এর গুরুত্বপূর্ণ পদগুলোতে এবার বড় পরিবর্তন দেখা যেতে পারে।

করোনা মহামারির কারণে গত বছর বোর্ড এই সভা করতে পারেনি। এখন বিসিসিআই বৈঠকে প্রধান সৌরভ গাঙ্গুলীর পদ অব্যাহত রাখা এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।ফলে একটু চাপে রয়েছেন মহারাজ। গতবছর রবি শাস্ত্রীর পরিবর্তে রাহুল দ্রাবিড়কে কোচ এবং ভিভিএস লক্ষ্মণকে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান করেছেন তিনি। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর বিরাট কোহলির সঙ্গে তার বিবাদ নিয়েও নানা খবর রটেছিল। সেই সমস্ত প্রসঙ্গই উঠে আসবে আলোচনার অংশ হিসাবে।

সৌরভ গাঙ্গুলি তার সময়ের একজন দক্ষ অলরাউন্ডার এবং অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে, ভারত বিদেশের মাটিতে জিততে শিখেছিল, অবসরের পরে, তিনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন। এরপর তিনি বিসিসিআই-এর প্রধান হন। তাঁর মেয়াদ বরাবরই বিতর্কে ঘেরা ছিল। ২-রা মার্চ অনুষ্ঠিতব্য বৈঠকে সিদ্ধান্ত হবে কে হবেন বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি।

sourav jay shah

সৌরভ গাঙ্গুলীর চেয়ার নিতে মাঠে রয়েছেন অনেক প্রতিদ্বন্দ্বী। এই দৌড়ে বিসিসিআই সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ তার জায়গা নিতে পারেন। একইসঙ্গে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লার নামও রয়েছে সেই দৌড়ে। রাজীব শুক্লাও একসময় আইপিএল-এর চেয়ারম্যান ছিলেন। সেই সঙ্গে সৌরভ গাঙ্গুলির মেয়াদ বৃদ্ধির সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর