সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্র সংঘের একটি সমাবেশে যোগদান করে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই তাকে নিয়ে তীব্র সমালোচনা করেন এক মার্কিন সংবাদ সংস্থার সঞ্চালক। আর সেই ভিডিও টুইটারে পোষ্ট করে প্রাপ্তন ভারত ওপেনের বীরেন্দ্র সেওয়াগ লেখেন ‘পরমাণু হামলার মত এরূপ মন্তব্য করে ইমরান নিজেই নিজেকে অপমান করার মত পরিস্থিতি সৃষ্টি করে দিলেন।’
আর জাতীয় দলের প্রাপ্তন সহযোদ্ধা বীরেন্দ্র সেওয়াগের পোষ্ট করা ভিডিও দেখে নিজেকে সামলাতে পারলেন না প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ইমরান খানের সেই বার্তাকে আবর্জনা বলে অভিহিত করলেন। সেই সাথে গাঙ্গুলি জানান প্রাপ্তন পাক ক্রিকেটার ইমরান খান কে চেনে না বিশ্ব।
টুইটারে সেওয়াগের করা সেই ভিডিও দেখে গাঙ্গুলি লিখেছেন এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানো হচ্ছে। প্রত্যেক দেশের রাষ্ট্রনেতারা শান্তির বার্তা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে যেখানে পাকিস্তানের মত জঙ্গি বিদ্ধস্ত দেশের এই শান্তির বাণী বেশি প্রয়োজন সেখানে দাঁড়িয়ে কেমন ভাবে ইমরান পরমাণু হামলার কথা বলতে পারেন। এই ভিডিওটি দেখাও পাপ বলে জানাম মহারাজ।
সম্প্রতি কিছুদিন আগে রাস্ট্র সংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাসীর কাছে তুলে ধরেন কীভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেমন ভাবে দেশের অর্থনীতি চাঙ্গা করেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর থেকে ধারা 370 তুলে দেওয়ার কারনে রাষ্ট্র সংঘের মঞ্চ থেকে ভারত কে পরমাণু হুমকি দেওয়ার ঘোষণা করেন।