শালবনীতে হচ্ছে না সৌরভের সাধের কারখানা! তাহলে কোথায় হবে? জানালেন খোদ মহারাজ

বাংলাহান্ট ডেস্ক : শুধু যে প্রাক্তন ভারত অধিনায়ক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন এমনটাই নয়, কলকাতা শহরের নামই শিল্পপতিদের তালিকাতেও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সঙ্গী হয়েছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, বাংলায় বিনিয়োগ বৃদ্ধি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে সৌরভ জানিয়েছিলেন, তিনি বাংলার শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করবেন।

সেই হিসেবে ইস্পাত কারখানা তৈরীর কথা জানিয়েছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সেই স্টিল প্লান্ট তৈরির কথা ছিল। কিন্তু সেই কাজ বেশি দূর এগোয়নি। এবার জানা গেল শালবনীতে সৌরভের স্টিল প্লান্ট তৈরি হবে না। সৌরভের নতুন ইস্পাত কারখানা তৈরি হবে গড়বেতায়। এদিন রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি এই কথা জানিয়েছেন।

আরোও পড়ুন : তোলপাড় সন্দেশখালিতে! শাহজাহান বাহিনীর সাথে খন্ডযুদ্ধ মহিলাদের,রেখাদেরকে কুর্নিশ অমিত মালব্যর

অনুষ্ঠানের সঞ্চালক সৌরভকে শালবনীর স্টিল প্লান্ট প্রসঙ্গে। সেখানেই সৌরভ জবাবে জানান, মেদিনীপুরের গরবেতা তৈরি হবে ওই স্টিল প্লান্ট। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই ইস্পাত কারখানা তৈরীর কাজ অনেকটাই হয়ে যাবে বলে জানিয়েছেন সৌরভ। এদের অনুষ্ঠানে স্টিল প্লান্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছিল সেই প্রসঙ্গ তুলে ধরেন সৌরভ।

tnm import sites default files sourav ganguly pti 02012020 1200

সৌরভ এদিন জানান, মমতার কাছে স্টিল প্লান্ট তৈরির প্রস্তাব দেওয়ার সময় বেশ অবাক হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভ জানিয়েছেন,”স্টিল প্ল্যান্ট দিয়ে তুমি কী করবে!” তখন সৌরভ আরও দুটি স্টিল প্লান্ট তৈরির কথা জানান মমতাকে। তার মধ্যে একটি পাটনায় এবং অপরটি আসানসোলে। এর পরেই সৌরভ জানান, তাঁদের নতুন স্টিল প্ল্যান্ট তৈরি হবে পশ্চিমবঙ্গের গড়বেতায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর