শিক্ষিত হও! বিরাট কোহলির ভক্তদের পরোক্ষভাবে কটাক্ষ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অভিযান শেষ হয়ে গিয়েছে প্লে-অফ শুরু হওয়ার আগেই। অত্যন্ত কাছাকাছি এসেও তারা জায়গা করে নিতে পারেননি টপ ফোরে। বিরাট কোহলি শতরান করলেও শুভমন গিলের পাল্টা শতরানে ভর করে সেই ম্যাচে আরসিবিকে হারিয়েছিল গতবারের চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্স। ম্যাচ শেষে শুভমান গিলকে (Shubman Gill) অসাধারণ ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

পরপর দুই ম্যাচে শুভমান গিল শতরান করেছিলেন এই আইপিএলে। তাই সৌরভ সেইটি উল্লেখ করে তার প্রশংসা করেন যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ক্রিকেটপ্রেমীদের একটা অংশ সৌরভকে এই প্রশংসা করার পরেই নিজেদের আক্রমণের শিকার করেন। তাদের হাতে কারণ হিসেবে উঠে এসেছিল বিরাট কোহলির নাম।

শুভমান যেমন গুজরাট টাইটান্সের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে শতরান করেছিলেন, ঠিক একইভাবে বিরাট কোহলি ও আরসিবির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে শতরান করেছিলেন। বিরাট ভক্তদের বক্তব্য ছিল যে যেই কাজের জন্য শুভমান গিলকে সৌরভ শুভেচ্ছা জানিয়েছেন, ঠিক একই কাজ বিরাট কোহলি করলেও তার নামটা উল্লেখ করার প্রয়োজন মনে করেন নি প্রাক্তন বিসিসিআই সভাপতি।

কোহলি ভক্তদের কথা অনুযায়ী এটি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নীচু মানসিকতার পরিচয়। বিরাট কোহলির সঙ্গে যে তার মতের অমিল আছে এই ব্যাপারটিকে সরাসরি বুঝিয়ে দেওয়ার জন্যই এমন কাজ করেছেন সৌরভ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল মারাত্মকভাবেই। কিন্তু এবার নিন্দুকদের পাল্টা জবাব দিয়েছেন সৌরভ।

sourav tweet

 

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “শুধু একটি দ্রুত অনুস্মারক দিচ্ছি।.. আশা করি আপনারা যারা এই টুইটটি নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন, তারা ইংরেজি বোঝেন। যদি না বোঝেন। তবে দয়া করে বোঝদার কাউকে ব্যাখ্যা করার জন্য অনুরোধ করুন।” এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কোনওদিনও জনমত বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি। এবার হয়তো বিষয়টি গুরুতর উপলব্ধি করেই তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর