এই ভারতীয় বোলিং সেরা নয়! শামি, সিরাজ, বুমরাকে নিয়ে বিস্ফোরক সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) দুর্দান্ত ছন্দে রয়েছে। এর একটা বড় কারণ হলো ভারতীয় বোলারদের অসাধারণ ফাস্ট বোলিং। অনেকেই মনে করছেন বিশ্বকাপে এত শক্তিশালী ভারতীয় পেস আক্রমণ এর আগে দেখা যায়নি। মহম্মদ সিরাজ (Md. Siraj), মহম্মদ শামি (Md. Shami) এবং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) মুগ্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে। কিন্তু তাদের দলে পড়েন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

অনেকেই একবার পরিষ্কার করেছেন যে চলতে বিশ্বকাপে ভারতের ফাস্ট বোলিং আক্রমণ যতটা বিপজ্জনক, ততটা বিপজ্জনক পেস আক্রমণ আগে কোনওদিন বিশ্বকাপে ভারতীয় দলের মধ্যে দেখা যায়নি। কিন্তু সেই ব্যাপারটা সঙ্গে একমত নন ২০০৩ সালে ভারতকে বিশ্বকাপের ফাইনাল খেলানো ভারতীয় অধিনায়ক।

চলতি টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে দুই ফাস্ট বোলার বুমরা এবং শামি আগুনে বোলিং করছেন। বুমরা ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট। টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। সিরাজ নিজের সেরা ছন্দে না থাকলেও তিনিও ৮ ম্যাচ খেলে ১০ টি উইকেট পেয়েছেন। এই টুর্নামেন্টে আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে ২০০ রানের গন্ডি ছুঁতে পারেনি। অবশ্য সামগ্রিকভাবে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজারও অবদান রয়েছে এতে।

shami bumrah siraj

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

কিন্তু সৌরভ এখনো মানতে রাজি নন যে এটাই ভারতের ক্রিকেটের ইতিহাসে সেরা ফাস্ট বোলিং আক্রমণ। সৌরভ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “ভারতের সেরা ফাস্ট বোলিং আক্রমণ ছিল ২০০৩ ওডিআই বিশ্বকাপে। জাহির খান, আশিষ নেহেরা এবং জাভাগল শ্রীনাথ অসাধারণ বোলিং করেছিল সেইবার।”

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

তবে তিনি এইবারের ভারতের পেস আক্রমণকে ছোটো করেননি। তিনি বলেছেন, “তবে হ্যাঁ, বুমরা, শামি এবং সিরাজকে বোলিং করতে দেখাটা খুবই রোমাঞ্চকর। বুমরার উপস্থিতিটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। উভয় প্রান্ত থেকে চাপ বেড়ে যায় বুমরা থাকলে। অন্য দুজনের উপরও ব্যাপক প্রভাব ফেলে বিষয়টি।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর