বাংলাহান্ট ডেস্ক: শান্তশিষ্ট, নম্র মনের মানুষ বলেই পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ঠাণ্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে প্রতিকূলতাকে জয় করার জন্য খ্যাতি আছে ‘দাদা’র। অপরদিকে সৌজন্যতা দেখানোর জন্য দেবেরও (dev) সুনাম রয়েছে অভিনয়, রাজনীতি দুই জগতেই। কিন্তু তা সত্ত্বেও ক্যামেরার সামনেই দেবকে হুমকি দিলেন সৌরভ, ‘দেখে নেওয়া’র!
ব্যাপারটা কী? আসলে সম্প্রতি আসন্ন ‘টনিক’ ছবির প্রচারে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন দেব ও ছবির পরিচালক অভিজিৎ সেন। জি বাংলার তরফে দাদাগিরির সেট থেকে লাইভে আসেন তিনজন। ছবির জন্য অভিনেতা ও পরিচালককে শুভেচ্ছা জানান সৌরভ। তখনি দেব বলেন, তাঁর বাড়িতেও সকলে মনে করেন সৌরভ বলা মানেই ছবি হিট হবে।
তাঁর নিজের মতেও ছবির প্রচার শুরু বা শেষ ‘দাদাগিরি’ দিয়েই হওয়া উচিত। আর তিনি সেটাই করেন। উত্তরে সৌরভ বলেন, “দেব অনেকগুলো ছবি করে। কিন্তু যেটা স্পেশ্যাল ছবি হয় সেটা দাদাগিরিতে এসে প্রোমোট করে। নাহলে কিন্তু দাদা ওকে ছাড়বে না! কোনো সিজন গ্যাপ রাখা যাবে না।” হাসিমুখে দেব বলেন, “এখানে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছে। দাদা সত্যিই খুব কাছের মানুষ।”
https://www.instagram.com/tv/CW8RoElKYT9/?utm_medium=copy_link
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ইচ্ছেপূরণ এবং সম্পর্কের গল্প বলবে ‘টনিক’। রক্তের সম্পর্ক বাদেও যে কিছু কিছু মানুষ মনের অত্যন্ত কাছের হয়ে উঠতে পারে সেই কাহিনিই তুলে ধরবেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। নাম ভূমিকাতেই রয়েছেন দেব। ছবির গল্প বলছে, ছেলের খবরদারিতে ব্যতিব্যস্ত বাবা পরাণ বন্দ্যোপাধ্যায়। ছেলে নিজের জীবন উদযাপনে কোনো খামতি না রাখলেও বাবা মায়ের দিকে তার তেমন নজর নেই। নিজের জন্মদিন ব্যাঙ্ককে সেলিব্রেট করলেও বৃদ্ধ বাবা মায়ের বিবাহ বার্ষিকী করতে চায় বাড়ির ছাদে।
সমস্ত স্বপ্নভঙ্গের ব্যথায় পরাণ বন্দ্যোপাধ্যায় যখন জর্জরিত তখন মুশকিল আসানে হাজির হবেন ‘টনিক’ রূপী দেব। বর্ষীয়ান দম্পতিকে সঙ্গে নিয়েই পাড়ি দেবেন পাহাড়ে। সেখানে গিয়ে নানান অ্যাডেভেঞ্চারাস খেলায় নিজের সঙ্গে নেবেন পরাণ বন্দ্যোপাধ্যায়কেও। জীবনের সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে শেখাবেন। ‘শীত, গ্রীষ্ম, বর্ষা, টনিকই ভরসা’, এই হল তাঁর মন্ত্র। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘টনিক’।