বাংলা হান্ট ডেস্কঃ সরস্বতী পুজোর দিন সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে পুলিশের সাথে ধস্তাধস্তি, আর তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পুলিশের গাড়ির উপর উঠে পড়ে গিয়ে চোট পান সুকান্ত। বিজেপির দাবি, পুলিশ ফেলে দিয়েছে দলের সাংসদকে। আর তৃণমূল বলছে সবটাই পূর্ব পরিকল্পিত। এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। এদিকে এরই মধ্যে অসুস্থ সুকান্তকে দেখতে শুক্রবার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতালে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
একদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর তার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ছুটলেন সৌরভ। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই বিজেপির সঙ্গে সৌরভের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে বলেই জানা গিয়েছিল। ওদিকে গত বছরের শেষ দিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাতেও সফরসঙ্গী ছিলেন সৌরভ। তবে এবার লোকসভার প্রাক্কালে বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে সরাসরি হাসপাতালে ছুটলেন সৌরভ। তাই জলঘোলা তো হবেই বইকি!
গতকালই সুকান্তকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সদ্য হাসপাতাল থেকে ফেরা মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর তার পর পরই সৌরভও পৌঁছে গেলেন সেখানে। বেশ কিছুক্ষণ সেখানে থেকে কথাও বললেন। আর তাদের হাসি মুখে কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই রাজ্য–রাজনীতিতে শোরগোল। তাহলে কী ভোটের আগে ফের বিজেপির কাছাকাছি যেতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক? তুঙ্গে জল্পনা।
তবে অনেকেই আবার এখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন না। তাদের মতে এ সৌজন্য সাক্ষাৎ মাত্র। এখন সুকান্ত-সৌরভ সাক্ষাতের নেপথ্যে ঠিক কোন কারণ তা বলবে সময়ই। প্রসঙ্গত, বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। একেবারে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি সাংসদ। বেশ কিছু মাটিতেই পড়ে থাকেন তিনি।
আরও পড়ুন: ‘রাত দুটোয় না গেলেই সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে’, সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন আতঙ্কিত প্রধান
ঘটনাস্থল থেকে সুকান্তকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া বসিরহাট জেলা হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় সুকান্তর। তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার সকালের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।