পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দাদা, আসায় বুক বাঁধছেন শোয়েব আখতার।

আশায় দিন কাটাচ্ছেন প্রাপ্তন পাকিস্তানী ক্রিকেটাররা। সদ্য বিসিসিআই এর সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি আর তারপরেই প্রাপ্তন পাকিস্তানী ক্রিকেটাররা স্বপ্ন দেখতে শুরু করেছেন যে সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন এবার উনার হাত ধরেই ফের শুরু হবে ভারত- পাকিস্তান দ্বিপক্ষীক সিরিজ।

যদিও পাকিস্তানের সাথে ভারতের সিরিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে দাদা সরাসরি জানিয়ে দেন এই ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না। পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হবে কি না সেটা পুরোপুরি ভাবে নির্ভর করছে দেশের সরকারের উপর। এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের থেকেও দেশের সরকারের সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়ে তাতে এখন তো নয়ই অদূর ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। যদিও প্রাপ্তন পাক পেসার শোয়েব আখতার মনে করেন দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হবে সৌরভ গাঙ্গুলির হাত ধরেই।

41399005d18ea018e31c34f38c08b578abc5de92

অপরদিকে প্রাপ্তন পাক অধিনায়ক রশিদ লতিফ দাবি করেন সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়ার ফলে যে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে তা নয় বরং অন্যান্য দেশের ক্রিকেটেরও উন্নতি হবে। কারণ সৌরভ গাঙ্গুলি পরোক্ষ ভাবে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

অপরদিকে আখতার কে সরাসরি সাহায্য চাইতে দেখা গেল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে। শোয়েব আখতার বলেন বিসিসিআই সভাপতি পদে বসে গিয়েছেন দাদা, আমি নিশ্চিত এবার দাদার হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটেও বিভিন্ন উন্নতি ঘটবে। সেই সাথে তিনি দাদার কাছে সাহায্য চান দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতির জন্য।


Udayan Biswas

সম্পর্কিত খবর