লন্ডন থেকে ফিরে করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলির মা, ভর্তি করা হলো হাসপাতালে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই নিজের ৫০ বছরের জন্মদিন পালন করেছেন সৌরভ। সেই উপলক্ষে লন্ডনের মাটিতে বড় করে উদযাপনও তিনি। নিজের পরিবারের লোকের পাশাপাশি আরও অনেকেই আমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। বেশ কয়েকদিন লন্ডনের মাটিতে পরিবার নিয়ে কাটিয়ে এলেন সৌরভ। সোমবারই কলকাতায় ফের পা দিয়েছেন তিনি। কলকাতায় ফেরা মাত্রই করোনার প্রকোপ দেখা গেল তার পরিবারে।

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভের মা নিরুপা দেবী। কলকাতার একটি খ্যাতনামা বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। লন্ডনে থাকাকালীনই তার শরীরটা ভালো যাচ্ছিল না। হালকা জ্বর এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। দেশে ফিরতেই তার করোনা ধরা পরল। দুটি ভ্যাকসিন নেওয়ার ছিল তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হতে হলো তাকে।

নতুন করে করোনা সংক্রমণ ধীরে ধীরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গবাসীর। রোজই একাধিক মানুষের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। এরমধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলীর মা। এর আগের বছরও করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি। তবে গত বারের মতো এবারের অবস্থা অতটা সিরিয়াস নয় বলেই খবর পাওয়া যাচ্ছে।

গত বছর অবশ্য নিরুপা দেবী সহ সৌরভের পরিবারের আরও অনেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সৌরভ গাঙ্গুলি নিজেও সেবার আক্রান্ত হয়েছিলেন। গত বছর হয়তো দুই বার করে হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি। হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছিল তার। তবে লন্ডন থেকে ফিরে এবারে সুস্থই আছেই প্রাক্তন ভারত অধিনায়ক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর